October 5, 2025

মানবিক প্রশাসন: ছুটির দিনেও অফিস খুলে স্কুলে তড়িঘড়ি স্বাস্থ্যসাথী কার্ডে নাম তোলা হল দুই রোগীর

সোমালিয়া সংবাদ, আরামবাগ: ছুটির দিনেও অফিস খুলে পরিবারের স্বাস্থ্যসাথী কার্ডে দিনমজুর পরিবারের অসুস্থ দুই মানুষের নাম তুলিয়ে মানবিকতার পরিচয় রাখলেন আরামবাগ মহকুমা প্রশাসনের কর্মীরা। তাঁরা দুই অসুস্থ মানুষের হার্টে দ্রুত অস্ত্রোপচারের জন্য শনিবার ছুটির দিনেও তড়িঘড়ি এই ব্যবস্থা করেন। জানা গেছে,  খানাকুলের ঘোষপুর গ্ৰামের বাসিন্দা ‌আসপিয়া খাঁ-এর হার্ট অপারেশনের দ্রুত প্রয়োজন ছিল। কিন্তু তাঁর স্ত্রীর স্বাস্থ্যসাথী কার্ডে তাঁর নাম ছিল না। এদিকে তাঁর হার্ট ব্লক হয়ে যাওয়ায় তাঁকে দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন হয়। প্রথমে আরামবাগ, তারপর বর্ধমান, এবং শেষে তাঁকে দুর্গাপুরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ড থাকলে ওই টাকা লাগবে না। তড়িঘড়ি তাঁরা বাড়িতে ফিরে স্বাস্থ্যসাথী কার্ডে নাম তোলার জন্য খোঁজ খবর শুরু করেন। তাঁদের সঙ্গে যোগাযোগ হয় আরামবাগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপক মাঝির।  অন্যদিকে সালেপুর-১নম্বর গ্রাম পঞ্চায়েতের লালুরচকের বাসিন্দা মহামায়া কুন্ডুরও হার্ট অপারেশনের জন্য  স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন ছিল। তিনিও সেজন্য দীপক বাবুর দ্বারস্থ হন। তড়িঘড়ি মহকুমা শাসকের দপ্তরের সঙ্গে কথা বলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপক মাঝি। এরপরেই তিনি ওই দুজনকে শনিবার আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে নিয়ে গিয়ে কার্ডে নাম তোলার ব্যবস্থা করে দেন। মহামায়া দেবীর নাম ওঠে তাঁর বৌমার কার্ডে। অন্যদিকে আসপিয়া সাহেবের নাম উঠে তাঁর স্ত্রীর কার্ডে। এই ঘটনায় উভয় পরিবারই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশাপাশি দীপকবাবুকে ধন্যবাদ জানিয়েছেন। এই ঘটনায় দুই পরিবারই খুব খুশি। এ বিষয়ে আরামবাগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপক মাঝি বলেন, বর্তমান সরকারের প্রশাসন সাধারন মানুষের পাশে দাঁড়াতে ২৪ ঘন্টা কাজ করে থাকেন। এদিন  আবারও  তার প্রমাণ মিলল। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূল কর্মীরাও ২৪ ঘন্টা সাধারণ মানুষের পাশে থাকেন। যাঁরা বলেন স্বাস্থ্যসাথী কার্ডে কোন কাজ হয় না আগে সেই কথা শুনে রাগ হত। এখন তাদের দেখে আমাদের করুনা হয়। কারণ গরিব মানুষরা এই কার্ড থেকে চিকিৎসা করিয়ে বারবার উপকৃত হচ্ছেন। 

Loading