সোমালিয়া ওয়েব নিউজ: চলতি বছরে গরমের মরসুমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেন। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে আমন্ত্রণ গ্রহণ করা হয়েছে। নীতিগত ভাবে এই আমন্ত্রণ গ্রহণ করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর আমেরিকা সফর নিয়ে প্রাথমিক পর্যায়ের পরিকল্পনা শুরু হয়েছে এবং উভয় দেশের প্রশাসনিক আধিকারিকেরা দুই দেশের রাষ্ট্রপ্রধানের সাক্ষাতের জন্য উপযুক্ত দিন বাছাই করতে শুরু করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।সম্প্রতি জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করার সুযোগ পেয়েছে ভারত। জি-২০ নিয়ে বেশ কয়েকটি কর্মসূচি এবং সম্মেলনের আয়োজন করবে ভারত। সেখানে প্রতিনিধি দেশগুলির প্রধানদের মতো বাইডেনেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এই আবহে বাইডেনের তরফে মোদীকে আমেরিকায় আমন্ত্রণ জানানো বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু