সোমালিয়া ওয়েব নিউজ: বিশ্ব মানচিত্রে আগাগোড়া উপস্থিতি ছিল। তবে মানুষের মনে জায়গা কয়েক বছর আগে। তা-ও আবার ফুটবলের দৌলতে। কিন্তু এ বার সম্পূর্ণ অন্য কারণে খবরের শিরোনামে ছবির মতো সাজানো দেশ ক্রোয়েশিয়া। হুবহু হৃৎপিণ্ডের মতো দেখতে একটি দ্বীপ বিক্রি রয়েছে সেখানে। নামও যুৎসই, ‘আইল্যান্ড অফ লভ’, ভালবাসার দ্বীপ । প্রেমদিবসেই নিলামে উঠল সেটি।অ্যাড্রিয়াটিক সাগরের প্যাসমান প্রণালীর অংশ গ্যালেন্সজ্যা়ক দ্বীপটি বিক্রি রয়েছে। ওই দ্বীপটির আকার হুবহু হৃৎপিণ্ডের মতো দেখতে। সেখানে ছুটি কাটাতে গিয়েছেন বিয়ন্সের মতো হলিউডের তাবড় তারকা। অ্যামাজন কর্তা জেফ বেজোস, ক্রীড়া তারকা মাইকেল জর্ডানও সেখানে অবসর কাটিয়েছেন। এ ছাড়াও বছরভর তারকাদের ভিড় লেগে থাকে ওই দ্বীপে।ওই দ্বীপে যদিও কোনও হোটেল বা রেস্তরাঁ নেই। তবে গ্রীষ্মের দাবদাহ থেকে রক্ষা পেতে বিলাসবহুল প্রমোদতরী নিয়ে সেখানে গিয়ে ওঠেন তারকারা। দ্বীপের বর্তমান মালিক সেটি বিক্রি করে দিতে চাইছেন। দাম রেখেছেন প্রায় ১১ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯১ কোটি টাকা।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু