December 1, 2025

দিঘার সমুদ্র সরণিতে উদ্ধার কয়েক কেজি গাঁজা

সোমালিয়া ওয়েব নিউজ: সমুদ্রনগরী দীঘাতে এদিন পাওয়া গেলো কয়েক কেজি গাঁজা। এদিন সকাল সকাল প্রতিদিনের মতো সমুদ্র তীরবর্তী রাস্তায় নিউ দীঘার ক্ষণিকা ঘাটে পরিষ্কার করছিলেন দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের অধীন সাফাই কর্মচারীরা আর ঠিক সেই সময় তাদের চোখে পড়ে কয়েক টি প্যাকেট পড়ে আছে যদিও ওই প্যাকেট গুলিতে একটি খোলা ছিল তার পর চেক করে দেখা হয় গাঁজার প্যাকেট। আর নিয়ে আতঙ্ক ছড়িয়েছে দীঘা সমুদ্র নগরী তে। জানা যায় কয়েক দিন আগে দীঘা কলকাতা গামী একটি বাসে কয়েক কেজি গাঁজা উদ্ধার করে মেদিনীপুর জেলা পুলিশ। তার পর আবার সৌকত নগরী দীঘার একেবারে জনসমক্ষে মিললো গাঁজা । দীঘা এলাকার বাসিন্দাদের কথায় দীঘার কোনো নিরাপত্তা নেই। পাশের রাজ্য ওডিশার সীমান্ত থাকা সত্বেও দীঘা বর্ডারে এলাকায় থাকে না পর্যাপ্ত পুলিশের টহল। আর তাই ইচ্ছে মতো পাচার হচ্ছে ওডিশা থেকে বাংলার বিভিন্ন জায়গায় মাদক জাতীয় দ্রব্য। যদিও প্রশ্ন উঠছে দীঘার পুলিশ প্রশাসনকে নিয়ে যে ভাবে বাসের মাধ্যমে গাঁজা সরবরাহ হচ্ছে তাতে সাধারণ মানুষ প্রশ্ন করছেন পুলিশ কি করছেন ।তবে কিভাবে গাঁজা দিঘায় এলও তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Loading