সোমালিয়া ওয়েব নিউজ: চলতি বছরের প্রতীক্ষিত হিন্দি ছবিগুলির মধ্যে রয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। এই ছবি নিয়ে সলমন খান খুবই সাবধানী পথে হাঁটতে চাইছেন। বলিউডে মন্দার বাজারে প্রযোজক পরিচালকদের মনে কিছুটা হলেও আশার আলো জাগিয়েছে ‘পাঠান’। তাই সলমন তাঁর ছবিতে কোনও খুঁত রাখতে চাইছেন না।কিসি কা ভাই…’-এর প্রথম গান ‘নাইও লগদা’ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আগামী এপ্রিলে ইদে ছবিটি প্রেক্ষাদৃহে মুক্তি পাওয়ার কথা। ২০১৯ সালে ‘দবাং ৩’-এর পর এই প্রথম কোনও ছবিতে পূর্ণ দৈর্ঘ্যের চরিত্রে বড় পর্দায় ফিরছেন সলমন। তাই দর্শক যাতে কোনও ভাবেই নিরাশ না হন সেই দিকে খেয়াল রাখছেন ভাইজান। ছবিটির প্রথম পর্বের সম্পাদনার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। সূত্রের খবর, ছবিটি ইতিমধ্যেই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের দেখিয়েছেন সলমন।ছবির বিশেষ প্রদর্শন হয়েছে অভিনেতার পানভেলের বাগানবাড়িতে। ছবিটি যে পরিবারেরর সঙ্গে সকলে উপভোগ করতে পারবেন সে বিষয়ে সহমত হয়েছেন খান পরিবারের সদস্যরা। কিন্তু পাশাপাশি ছবিতে বেশ কিছু রদবদল করতেও বলেছেন তাঁরা। ভাইজান নিজেও গুরুত্ব দিয়ে সেই মতামত গ্রহণ করেছেন। এ বার সেই মতো ছবির দ্বিতীয় পর্যায়ের সম্পাদনার কাজ শুরু হবে। ছবির সম্পাদনার কাজ সারা হচ্ছে অভিনেতার ভাই আরবাজ় খানের স্টুডিয়োতে।
ফারহাদ শামজি পরিচালিত এই ছবিতে সলমন ছাড়াও রয়েছেন পূজা হেগড়ে। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘ভীরম’ থেকে অনুপ্রাণিত এই ছবিতে নির্মাতারা হবহু মূলের অনুকরণ নীতি অনুসরণ করেননি বলেই খবর।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল