October 5, 2025

বিরাট আকারের গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর কক্ষপথের দিকে

সোমালিয়া ওয়েব নিউজ: বিরাট গ্রহাণুটির বিষয় নজরে রেখেছে নাসার বিজ্ঞানীরা। নাসা জানিয়েছে, আজ থেকে তিন দিন পর একটি বিশাল গ্রহাণু পৃথিবীর কক্ষপথের দিকে আসতে পারে। এই গ্রহাণুর আকার একটি দশ তলা বাড়ির চেয়েও বড় এবং এটি পৃথিবীর দিকে খুব দ্রুত এগিয়ে আসছে।এই বড় গ্রহাণুর নাম দেওয়া হয়েছে 2023 CM। এর উচ্চতা প্রায় ১৮০ মিটার অর্থাৎ ৫৯০ ফুট বলে দাবি করা হচ্ছে। নাসা জানিয়েছে, এই গ্রহাণুটি ঘণ্টায় প্রায় ৫০,৪৭৪ কিলোমিটার বেগে পৃথিবীর কক্ষপথের দিকে এগিয়ে আসছে। নাসা জানিয়েছে, এই গ্রহাণুটি শেষবার দেখা গিয়েছিল ২ ফেব্রুয়ারি। এরপর থেকে নিয়মিত নজরদারি করা হচ্ছিল। এখন যে গতিতে এটি এগিয়ে আসছে, তাতে অনুমান করা হয়েছে তিন দিন পর এটি পৃথিবীর কক্ষপথের কাছে চলে আসবে।নাসা এই গ্রহাণুটিকে পৃথিবীর জন্য বিপজ্জনক বলে জানিয়েছে। ঘণ্টায় পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার কিলোমিটার বেগে এগিয়ে আসছে এই বিরাট আকারের গ্রহাণুটি। বিগত কয়েক মাসে বেশ কিছু উপগ্রহ পৃথিবীর কক্ষপথের পাশ দিয়ে চলে গিয়েছে। ফলে বড় বিপদের সম্ভাবনা এড়ানো গিয়েছে।

Loading