October 6, 2025

বিরাট কোহলি নিয়ে তৈরি হতে চলেছে বায়োপিক

সোমালিয়া ওয়েব নিউজ: ক্রিকেটারদের জীবন নিয়ে বায়োপিক নির্মাণের প্রথা আর এই দেশে নতুন কিছু নয়। এর আগে মহম্মদ আজহারউদ্দিন এবং মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক দেখে ফেলেছে ভারত। এরই মধ্যে ভারতের আর এক প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির বায়োপিক তৈরির ব্যাপারে বড় তথ্য সামনে এলো।বিরাট কোহলির বায়োপিকে ভারত অধিনায়কের ভূমিকায় অভিনয় করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন জনপ্রিয় আরআরআর সিনেমায় অভিনয় করা দক্ষিণের অর্থাৎ তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা রামচরণ। তার এবং জুনিয়র এনটিআর-এর প্রদর্শিত ওই সিনেমার ‘নাটু নাটু’ গানটি সম্প্রতি অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে।তারপরেই সম্প্রতি বিরাট কোহলির বায়োপিকে তিনি অভিনয় করতে চান কিনা এমন প্রসঙ্গে কথা ওঠায় সেই মহাতারকা জানিয়েছেন, “আমি খেলাধুলার সঙ্গে যুক্ত যে কোনও সিনেমায় অভিনয় করতে পারলে অত্যন্ত আনন্দিত হব। অনেকদিন ধরেই আমার খেলা সংক্রান্ত কোন সিনেমায় অভিনয় করার ইচ্ছা রয়েছে। বিরাট কোহলি এমন একজন চরিত্র যিনি সবসময় সবাইকে অনুপ্রাণিত করে থাকেন। আমাকে আর তাকে দেখতে একইরকম। তাই সেই সুযোগ পেলে আমি কখনোই হাতছাড়া করবো না।

Loading