October 6, 2025

নদী থেকে বালি তুললেই সোনা বের হচ্ছে, হতবাক শ্রমিকেরা

সোমালিয়া ওয়েব নিউজ: নদী থেকে বালি তোলা নিয়ে একাধিকবার বীরভূমকে উত্তপ্ত হতে দেখা গিয়েছে। বলাই বাহুল্য নদীর বালি নিয়ে বারবার চর্চায় এসেছে বীরভূম। কিন্তু এবার সেই নদীতেই বালির পরিবর্তে সোনা ! নদীর বালি খুঁড়লেই পাওয়া যাচ্ছে সোনা, আর এই ঘটনাকে ঘিরে ফের একবার চর্চায় এসেছে অনুব্রত গড়।মুরারই ব্লকের অন্তর্গত পারকান্দি গ্রামের পাশে থাকা বাঁশলৈ নদীতে এইভাবে সোনা পাওয়ার ঘটনার খবর চাওয়ার হতেই বৃহস্পতিবার থেকে নড়েচড়ে বসে প্রশাসন। প্রশাসনের তরফ থেকে ওই এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং পুলিশের অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে যাতে কেউ সেখানে নামতে না পারেন।নদীর বালি থেকে এইভাবে সোনা পাওয়ার ঘটনার পর রামপুরহাট মহাকুমার মহকুমা শাসক সাদ্দাম নাভাস আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের খবর দিয়েছেন ওই জায়গায় কিভাবে সোনা এলো তার খতিয়ে দেখার জন্য। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে এই সার্ভে টিম যতক্ষণ না আসছে ততক্ষণ পুলিশি ঘেরাটোপে থাকবে এলাকা।তবে সবার মধ্যেই একটি প্রশ্ন জাগছে আর সেটি হল এই বিপুল পরিমাণ সোনা কোথায় থেকে এলো? সোনা কোথা থেকে এলো তা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে। কেউ কেউ দাবি করছেন, মহেশপুর রাজবাড়ি ভেঙ্গে নদীর সঙ্গে মিশে যায়। সেক্ষেত্রে সেখান থেকেও এমন প্রাচীন অলংকার সহ মোহরের মতো জিনিস ভেসে চলে আসতে পারে। আবার কেউ কেউ এনিয়ে অন্য মত পোষণ করছেন।

Loading