সোমালিয়া ওয়েব নিউজ: হুগলি জেলার হুগলি-চুঁচুড়া পৌরসভায় কাউন্সিলরের বিরুদ্ধেই নিয়োগ নিয়ে বিজেপির বিক্ষোভ।ঘটনাস্থলে চুঁচুড়া থানার পুলিশ।
হুগলি চুঁচুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার ও বর্তমান কাউন্সিলারের তত্বাবধানে হুগলি চুঁচুড়া পৌরসভায় প্রায় ৪২ জন কর্মীকে নিয়োগ করা হয়েছিল তাই নিয়ে এদিন হুগলি চুঁচুড়া পৌরসভায় বিজেপির হুগলি মন্ডলের পক্ষ থেকে হুগলি চুঁচুড়া পৌরসভার ভেতরে অবস্থান বিক্ষোভ শুরু করে। তারা মুলত দাবি করেন যে হুগলি চুঁচুড়া পৌরসভার সকল দুর্নীতিগ্রস্থ কাউন্সিলার ও পৌর প্রধান কে পদত্যাগ করতে হবে। পৌর কর্মচারীদের মাইনা হচ্ছে না কেন, পৌর প্রধান জবাব দাও। বিভিন্ন দাবি নিয়ে প্যাকেট হাতে পৌরসভার গেটের সামনে অবস্থান বিক্ষোভ করে। তারপর পৌরসভার ভেতরে প্রবেশ করে বিক্ষোভ দেখায়।এমন কি পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি চলে। তবে পৌর প্রধান আসার পর পৌর প্রধান কে ঘিরেও বিক্ষোভ দেখায় বিজেপির কর্মীরা। প্রায় ২ ঘন্টা ধরে এই বিক্ষোভ চলার পর পৌর প্রধান তাদের সাথে কথা বলবে বলে আশ্বাস দিলে পৌর বিক্ষোভ উঠে যায়।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক