সোমালিয়া ওয়েব নিউজ: উত্তরবঙ্গের এক অফবিট পাহাড়ি গ্রামকে ঘিরে অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ সৃষ্টি হয়েছে । যার নাম কাফের গাঁও।এ এক বড় সুন্দর পাহাড়ি গ্রাম। যেখানে কখনও রোদ, কখনও মেঘ। নির্জনতায় ঘেরা এই গ্রামে চাইলে আপনি শুনে ফেলতে পারেন গাছেদের গল্পও। শিশির যখন টুপ করে ঝরে পড়ে গাছের পাতা থেকে, পাখিরা গেয়ে ওঠে গান, হিমেল হাওয়া যখন ছুঁয়ে যায় মন, তখন প্রিয়তম মানুষটির হাতে হাত ধরে কোনওকিছু না বলেও, পরম প্রাপ্তিতে ভেসে যেতে পারেন আপনি।পাহাড়ি শহর কালিম্পং থেকে কাফেরগাঁও খুব বেশি দূর নয়।তবে এ গ্রামে এখনও শহুরে জীবনযাপনের সুবিধে মেলে না পুরোপুরি। এই গ্রাম এখনও কোলাহলের থেকে দূরে। ফুলে ঢাকা, পাইনের সারিতে ঘেরা কাফের গাঁওয়ের অন্যতম ইউএসপি অবশ্যই, ভোরের নির্মল আকাশে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা দেখা।কী দেখবেন- দেখার জন্য প্রকৃতি নিজেকে উজাড়করে দিয়েছে। চারপাশে অনুপম সৌন্দর্য।কালিম্পং থেকে কাফেরগাঁও-এর দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। লোলেগাঁও থেকে খুব কাছে। এখান থেকেই লাভা রিশপ ঝাণ্ডিদারা ঘুরে আসতে পারেন।চারখোল কাছে। সেখানেও ঘুরে আসতে পারেন।কীভাবে আসেবন-এনজেপি থেকে এখানকার দূরত্ব প্রায় ১২৫ কিমি। এনজেপি স্টেশন, বাগডোগরা, দার্জিলিং মোড় বা তেনজিং নরগে বাসস্ট্যান্ডের সামনে থেকে গাড়ি পেয়ে যাবেন। সরাসরি গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন কাফেরগাঁও। শেয়ার গাড়িতে কালিম্পং এসে, গাড়ি ভাড়া করে কাফের গাঁও আসতে পারেন। আবার সরাসরি এনজেপি থেকে কাফেরগাঁও গাড়ি রিজার্ভ করে আসতে পারেন।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক