October 6, 2025

ছুটির মেজাজে টলিউড অভিনেতা দেব

সোমালিয়া ওয়েব নিউজ: দু’জনেই ব্যস্ত নায়ক-নায়িকা। নিশ্বাস ফেলার সময় নেই তাঁদের। এক জন ব্যস্ত ছিলেন ‘বিনোদিনী’র শুটিংয়ে। অন্য জনকে ব্যস্ত রেখেছে ‘বাঘাযতীন’। দেব এবং রুক্মিণী মৈত্র।কিছু দিন আগেই জ্বর থেকে সেরে উঠেছেন রুক্মিণী। দেবও শুটিং করতে গিয়ে বাঁ চোখে চোট পেয়েছিলেন। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। সব মিলিয়ে একটু বিরতি চাইছিলেন তাঁরা দু’জনেই। সেই মতো বেরিয়ে পড়লেন ঘুরতে, তাঁদের ইনস্টাগ্রাম অন্তত তেমনই আভাস দিচ্ছে।রবিবার সকালে সেই ছবিই সকলের সঙ্গে ভাগ করে নিলেন দেব। রুক্মিণীও নিজের ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছেন। যেখানে যত দূর চোখ যায় শুধুই নীল জলরাশি। চারদিক ফাঁকা। শুধুই যেন শান্তি। আর অন্য দিকে দেবও পোস্ট করেছেন ছবি। সবুজে মোড়া চারিদিক। মাঝে সুইমিং পুল। সেই পুলের পাশে গালে হাত দিয়ে বসে নায়ক। না, তবে নায়ক-নায়িকাকে একফ্রেমে দেখা যায়নি। কিন্তু ইনস্টাগ্রামে তাঁদের ছবি দেখে অনেকেই অনুমান করেছেন যে তাঁরা হয়তো একসঙ্গেই ছুটি কাটাতে গিয়েছেন। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, তাঁরা নাকি মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন।

Loading