সোমালিয়া ওয়েব নিউজ: একটি গোল্ডেন ঈগল ভেড়ার বাচ্চাকে নিয়ে উড়ে গেল। সঙ্গে তার নখরের শক্তিও দেখাল। এটা প্রকৃতির দৈনন্দিন জীবনের অংশ’।একটা ঈগল যে কতটা শক্তিশালী শিকারী হতে পারে,তার নিদর্শন মিলল সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়ো থেকে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, একটা ঈগল কীভাবে একটি ভেড়ার শাবককে মুখে করে তুলে নিয়ে গিয়ে আকাশে উড়ছে। একটা পাখি কতটা বিপজ্জনক হলে সে তার থেকে দ্বিগুণ ওজনের শিকার নিয়ে উড়তে পারে,তা ফুটে উঠেছে। টুইটারে দেখা যায় এটি।গোল্ডেন ঈগল হল,সবচেয়ে সুপরিচিত শিকারী পাখিদের মধ্যে একটি। এরা তাদের ক্ষিপ্রতা এবং গতি ব্যবহার করে শক্তিশালী পা, বড়, ধারালো ট্যালন-সহ বিভিন্ন ধরনের শিকার করে। গত 25 শে মার্চ শেয়ার করা হয় এই ভিডিয়োটি।প্রচুর মানুষ এই ভিডিয়োতে কমেন্ট করেছেন। একজন কমেন্ট করে লিখছেন,’দুঃখজনক হলেও এটাই সত্যি এবং বাস্তব। মেনে নিতেই হবে’। একজন যোগ করলেন,’ঈগলদেরও তো কিছু খেয়ে বেঁচে থাকতে হবে’।একটা ঈগল যে কতটা শক্তিশালী শিকারী হতে পারে তার নিদর্শন মিলল এই ঘটনা থেকে।
More Stories
হলুদ অপরাজিতা
মঙ্গল গ্রহে বরফ
ছিঃ ছিঃ রে ননী ছিঃ