সোমালিয়া ওয়েব নিউজ: পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধান সভার অন্তর্গত দেউলিহাটের এক যুবকের প্রাণ গেলো সিকিমের তুষার ধসে। রামনগরে প্রীতমের পরিবারে এখন শুধুই শোকেরছায়া । বাড়ির একমাত্র উপার্জনক্ষম ছিলেন প্রীতম, কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা সহ গোটা পরিবার আর একমাত্র সম্বল কেও কেড়ে নিলো প্রকৃতির নিল তুষার ধস।
উৎসাহের সঙ্গে বরফ দেখতে যাওয়াটাই কাল হল । পরিবার সূত্রে খবর বয়স মাত্র ৩৪ বছর। ইলেকট্রিক গুডস একটি ফেক্টরী রয়েছে ওনার মানিকতলা বাগমারিতে।বন্ধুদের সাথে গিয়েছিলেন সিকিমে। বরফ পড়ার খবর পেয়ে তাঁরা ছুটে গিয়েছিলেন সিকিমের অন্যতম তুষারপাত এলাকায়, আর যেটি ছিল খুবই বিপদের কারণ জানা যায় যেখানে তুষারপাতে ধস নেমেছিল সেখানে প্রায় ধস নামে তবুও কেন সেখানে গেলো, সেটাও চিন্তার বিষয় । অনেকেই রাস্তার ধারে বরফ নিয়ে খেলছিলেন। কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় বরফের পরিমাণ বেশি ছিল। সেই লোভটা আর সামলাতে পারেননি তাঁরা। কিন্তু আচমকাই তুষার ধস। উপর থেকে ক্রমাগত নামতে থাকে বরফ।আনন্দ যে কখনো কখনো নিরানন্দ নিয়ে আসে তা বলা যায় না।
ইতিমধ্যে তাঁর বাড়িতে খবর এসে পৌঁছেছে। শোকে ভেঙে পড়েছেন তাঁর বাড়ির লোকজন। তার একটি ছয় বছরের সন্তান রয়েছে। আজ মৃতদেহ পৌঁছানোর কথা বাড়িতে। অকালে ঝরে গেল একটি প্রাণ।শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। যদিও পূর্ব মেদিনীপুর জেলা সফরে থাকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কাল প্রেস ক্লাব উদ্বোধনের মাধ্যমে আসাম ই পর্যটকদের দুর্ঘটনার খবরটি দেন এবং সরকার সবরকম চেষ্টা করছে যাতে সমূর্ণ তথ্য সংগ্রহ করা যায় এবং যারা এখনো বরফের নিচে আছে তাদের উদ্ধার করা যায় ।
More Stories
মিরিকের বন্যা ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে সিপিআই(এম) নেতৃত্ব
উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ে ত্রাণে বিজেপি, নীরব তৃণমূল! মুখ্যমন্ত্রীর উৎসবের মাঝেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের উত্তরবঙ্গ সফর
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন