সোমালিয়া ওয়েব নিউজ: লালমাটির সুন্দরী পুরুলিয়া। দু’পাশে ঘন জঙ্গল। জঙ্গলের মধ্য দিয়ে চলে গ্যাছে রাস্তা। রাস্তার দু’পাশে শিমূল-পলাশের গাছ। গাছ ভর্তি লাল ফুল লালমাটি রূপসী পুরুলিয়ার রূপ আরও বাড়িয়ে দিয়েছে- মনে হবে বিউটি টাচ, গালে যেন কেউ গোলাপি পাফ বুলিয়ে দিয়েছে। সঙ্গে কবিতার আসর। সব মিলিয়ে এক মোহময়ী রোমান্টিক পরিবেশ। যে রোমান্টিক পরিবেশের টানে শহরের রোমান্টিক মানুষ বারবার ছুটে আসে এখানে। খুঁজে বেড়ায় রোমান্টিকতা। সেই খোঁজের মধ্যেই সৃষ্টি হয় নতুন কাব্য অথবা কবিতার। যেমন এবার সৃষ্টি হলো এক অসাধারণ স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘ইন্দু’- এ হার্ট টু….।সদ্য যৌবনে পা দেওয়া তরুণ-তরুণীর হৃদয়ে দোলা দিয়ে বসন্তের রোমান্টিক পরিবেশে পুরুলিয়ার তেলিয়ামায় বসেছে কবিতার আসর। যেমন প্রতিবছর বসে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একগুচ্ছ বাচিক শিল্পী সেখানে হাজির। কলকাতার শিল্পীর দলে ছিলেন চলচ্চিত্র নির্দেশক তথা অভিনেতা রাজা মুন্সী। রোমান্টিক পরিবেশে মুহূর্তের মধ্যে তার শিল্পীসত্ত্বা সক্রিয় হয়ে ওঠে। হাতের কাছে ছিল রমা চোংদারের গল্প ও স্ক্রিপ্ট। তার উপর ভর করে এবং দর্শকের মনে ‘এরপর কী’ প্রশ্ন জাগিয়ে সৃষ্টি করে ফেললেন ৯১৫ সেকেন্ডের একটা শর্ট ফিল্ম- ‘ইন্দু’। দক্ষতা থাকলে একটা ছোট্ট কবিতা যে একটা শেষ না হওয়া বড় কাহিনী হয়ে উঠতে পারে তার প্রমাণ পাওয়া যায় ‘ইন্দু’-তে।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল