October 6, 2025

কুর্মি মাহাতো সমাজের আন্দোলনে যোগাযোগ বিচ্ছিন্ন পুরুলিয়ায়

সোমালিয়া ওয়েব নিউজ: কয়েক মাস আগে কুর্মি মাহাতো সমাজের আন্দোলনে পুরুলিয়া সহ জঙ্গল মহলের কয়েকটি জেলায় যোগাযোগ পুরোপুরি স্তব্ধ হয়েছিল। আর সেই সময় প্রশাসনের সাথে বৈঠক হওয়ায় আন্দোলন তুলে নিয়েছিলেন তারা। কিন্তু পুনারই শুরু হয়েছে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন কুর্মি মাহাতো সমাজের পক্ষ্যে। গত ৫ ই এপ্রিল থেকে আবার শুরু হয়েছে চাকা জ্যাম অনির্দিষ্টকালের জন্য আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি । এদিন আদ্রা ডিভিশন এর ডি আর এম বলেন আদ্রা ডিভিশন এর অন্তগত কুস্টায়ের রেল স্টেশন মূল ঘাঁটি করেছেন কুর্মি মাহাতো সমাজ আর তারই জন্য আনারা রেল স্টেশন থেকে টাটা, রাঁচি বোকার গামী সবই ট্রেন পুরোপুরি স্তব্ধ। যদিও দূরপাল্লার ট্রেন গুলি কে চান্ডিল, খড়্গপুর ধানবাদ হয়ে রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি বলেন আদ্রা ডিভিশন এর অন্তর্গত কোটশীলা রেল স্টেশন কেও কুর্মি সমাজ স্তব্ধ করতে পারে বলে খবর পাওয়া গেছে । তিনি আরও বলেন আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব হলো রাজ্য সরকারের তাই রাজ্য সরকারকে মূল দায়িত্ব নিতে হবে আন্দোলন কি ভাবে স্থগিত করা যায়।যদিও সূত্র মারফত জানাযায় রাজ্য সরকারের পক্ষ্যে পুরুলিয়া প্রশাসনের পক্ষ্যে কুর্মি মাহাতো সমাজের আন্দোলনকারী নেতা অজিত মাহাতো এর সাথে শলা পরামর্শের মাধ্যমে আলোচনা করার জন্য কথা চলছে কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি আন্দোলনকারীদের কাছ থেকে । মূলত তাদের দাবি কুর্মি মাহাতো সমাজ কে সংবিধানের অন্তর্গত তফসিলি উপজাতিতে অন্তর্ভুক্ত করতে হবে এবং আরও কয়েক দফা দাবিতে তাদের আন্দোলন ।

Loading