সোমালিয়া ওয়েব নিউজ: ফের তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানা। মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে হানা দিল সিবিআইয়ের এক দল। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির তদন্তে বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেয় সিবিআই। বাড়িতেই তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে বাড়ির মূল গেট বন্ধ করে দেওয়ার কারণে অনেক তৃণমূল নেতাই সেখানে আটকে থাকেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের সভাপতি সামশের দেওয়ান, মহিলা নেত্রী তথা বড়ঞা পঞ্চায়েত সমিতির জন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ টলি বেগম সহ একাধিক নেতৃত্ব তৃণমূল বিধায়কের বাড়িতেই ছিলেন।এদিকে সিবিআই সূত্রে খবর, বড়ঞ্রার তৃণমূল বিধায়কের বাড়ির মূলগেট বন্ধ করে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী তৃণমূল বিধায়কের বাড়ি ঘিরে রাখে বলে জানা যায়। সিবিআই সূত্রে জানা গিয়েছে, চার জন তদন্তকারী অফিসার বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেন।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক