সোমালিয়া ওয়েব নিউজ: গাড়ি থাকলে তো নম্বর প্লেটও থাকবে। কারও গাড়ির নম্বর পেয়ে গেলে তিনি নম্বর প্লেট বানিয়ে নেন। এবার কিন্তু নিলামে উঠল বিশ্বের সেরা কয়েকটি নম্বর প্লেট। দুবাইতে সেই নিলাম অনুষ্ঠিত হল।সেখানেই ‘পি৭’ নম্বরের নাম্বার প্লেটের দাম চড়তেই থাকে। আর দামের ওপর আরও দাম বলতেই থাকেন নিলামে অংশ নেওয়া মানুষজন। ফলে দাম ক্রমশ এমন জায়গায় পৌঁছয় যা স্বপ্নের অতীত। একটা গাড়ির নম্বর প্লেট যে এই দাম ছোঁবে তা অবিশ্বাস্য।দুবাইতে হওয়া এই গাড়ির নম্বর প্লেটের নিলামে পি৭ নম্বরটির দাম ওঠে ৫৫ মিলিয়ন দিরহাম। যা ভারতীয় মুদ্রায় হয় ১২৩ কোটি টাকা!
অতি ধনীরা এখান তাঁদের গাড়ির নম্বর প্লেট এমন কিছু রাখতে চান যা দেখেই মানুষ বুঝতে পারেন যে ওই নম্বর সহজে পাওয়ার নয়। এমন নম্বর প্লেটের গাড়ি থাকা মানে সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক সম্মানও বৃদ্ধি পাওয়া।দুবাইতে হওয়া এই নিলামের মঞ্চ থেকে আরও বেশ কয়েকটি দুষ্প্রাপ্য নম্বর প্লেট এবং বেশ কয়েকটি দুষ্প্রাপ্য মোবাইল নম্বর নিলাম হয়। সেগুলিরও দাম ওঠে আকাশছোঁয়া। কেন এমন নিলাম হল?নিছক ধনীদের বৈভব দেখানোর সুযোগ করে দেওয়াই নয়, এই নিলামের পিছনে ছিল একটি সৎ উদ্দেশ্যও। পবিত্র রমজান মাসে যাতে সকলের খাদ্য সুরক্ষা নিশ্চিত করা যায় তা মাথায় রেখেই এই নিলাম। যে অর্থ এই নিলাম থেকে উঠল তা এই খাদ্য সুরক্ষার পিছনেই খরচ হবে।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন