সোমালিয়া ওয়েব নিউজ: সারা পশ্চিমবঙ্গের যে ভাবে অতিরিক্ত গরমের তাপপ্রবাহ দিনে পর দিন বেড়ে চলেছে তাতে হুগলির জেলার চন্দননগর কমিশনারেটের ট্রাফিক বিভাগের পুলিশের ও ডানকুনি থানার পুলিশের কর্মীদের কাজ করা কঠিন হয়ে পড়েছে।
তাই চন্দননগর কমিশনারেটের আধিকারিকেরা ডানকুনি থানার পুলিশ ও ডানকুনি ট্রাফিক বিভাগের পুলিশের জন্য এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এদিন চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের উপস্থিতিতে এই কর্মসূচি হয়।ডানকুনি থানার পুলিশ কর্মীদের থেকে শুরু করে ডানকুনি ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের ছাতা,টুপি,ওয়ারেশ ও একটি করে ব্যাগ প্রতিটি পুলিশের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।এই দিন সামগ্রী বিতরণের অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয় হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি থানার প্রাঙ্গণে।উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাগালভি সহ চন্দননগর পুলিশ কমিশনারেটের অনান্য আধিকারিকেরা।এদিন এই অনুষ্ঠানের প্রসঙ্গে চন্দননগর পুলিশ কমিশনার অমিত বাবু জানান, বেশ কয়েক দিন ধরেই তাপপ্রবাহ বাড়ছে।তাতে আমাদের যে সমস্ত পুলিশ কর্মীরা ডিউটি করেন।তাদের রোদে ও গরমের ডিউটি করতে অনেক কস্ট হয়।তাই তাদের কথা মাথায় রেখে এই সামগ্রী প্রদান করা হলো। আগামীদিনে অনান্য থানার পুলিশ কর্মীদের গরম থেকে বাঁচতে এই রখম সামগ্রী দেওয়ার ব্যাবস্থা গ্রহন করা হবে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক