October 6, 2025

মা হচ্ছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ, তোলপাড় নেট দুনিয়া

সোমালিয়া ওয়েব নিউজ: সুখবর দিলেন অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রজ। মা হচ্ছেন তিনি।এদিন সকালে নিজের অনুরাগীদের সেই কথাই জানিয়েছেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি দিয়ে বিষয়টি প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। দক্ষিণী ছবির পাশাপাশি বলিউডে একাধিক ছবিতে কাজ করেছেন ইলিয়ানা। ‘বরফি’ ‘রুস্তম’ ‘রেড’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি। এবার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করছেন। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে অভিনেত্রী একটি শিশুর পোশাকের ছবি শেয়ার করেছেন। যদিও সন্তানের বাবা কে? ইলিয়ানার পোস্টেই প্রশ্ন করেছেন অনেক নেটিজেনেরা। যদিও সেই বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী। ২০১৯ সালে প্রেমিক অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সর্ম্পক ভাঙে ইলিয়ানার। মাঝে কানাঘুষো শোনা গিয়েছিল ইলিয়ানা প্রেম করছেন ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিচেলের সঙ্গে। দুজনকে একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গিয়েছে। যদিও সেই সম্পর্ক নিয়ে চুপই থেকেছেন অভিনেত্রী

Loading