সোমালিয়া ওয়েব নিউজ: ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। গুরুতর জখম ২০। দুর্ঘটনাটি ঘটেছে হরিয়ানার কারনালে। এদিন মধ্যরাতে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি তিনতলা চালকল। সেই সময়ে ওই চালকলেই ঘুমাচ্ছিলেন বেশ কিছু শ্রমিক। তিনতলা বিল্ডিংটি ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নীচেই তাঁরা চাপা পড়ে যান। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে যায় পুলিস, দমকল বাহিনী। উদ্ধারকাজ দ্রুত শুরু হয়। সেই ধ্বংসস্তূপের নীচেই চাপে পড়ে মৃত্যু হয়েছে চারজনের। গুরুতর জখম ২০ জন। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। প্রত্যেকেই ওই চালকলের শ্রমিক বলে জানিয়েছে পুলিস। মোট ১২০ জনের জীবন বেঁচেছে। পুলিস ও দমকলের পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগায় এনডিআরএফ ও এসডিআরএফ। কিন্তু কীভাবে ওই তিনতলা চালকলটি ভেঙে পড়ল? তদন্ত শুরু করেছে পুলিস। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে চালকলের মালিককে।
More Stories
বিজ্ঞানচেতনার প্রজ্বলিত প্রদীপ — ড. মেঘনাদ সাহা
অটলজির মতোই কি এবার চাপের মুখে মোদী সরকার?
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা