সোমালিয়া ওয়েব নিউজ: তৃণমূল কংগ্রেসের নতুন তৃণমূলে নবজোয়ার কর্মসূচি তে পূর্ব মেদিনীপুর জেলায় আসবেন তৃণমূল কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী। এদিন পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম বর্ষীয়ান তৃণমূল কংগ্রেসের নেতা তথা পশ্চিম বঙ্গ সরকারের কারাগার মন্ত্রী অখিল গিরি বলেন দলের তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী উত্তর থেকে দক্ষিন, পশ্চিম থেকে পূর্ব সারা বাংলা জূড়ে তৃণমূলে নবজোয়ার কর্মসূচির মাধ্যমে পূর্ব মেদিনীপুর জেলাতেও সফরে আসবেন। তিনি চার দিন রাত্রিযাপন সহ সাধারণ মানুষের সাথে জনসংসগ করবেন। মন্ত্রী অখিল বলেন এখনো পর্যন্ত জানা গেছে তিনি তাবু তেই থাকবেন এবং সেই ভিন্ন গ্রাম থেকে শহর মানুষের সাথে জনসংযোগ করবেন। সূত্র মারফত জানা যায় অভিষেক ব্যানার্জী জেলার চারটি বিধান সভা, রামনগর, পটাশপুর, নন্দকুমার, পাঁশকুড়া এই চারটি বিধাসভাকে তিনি বেছে নিয়েছেন দলীয় ভাবে এবং জেলা সফরে এই সব বিধান সভায় তিনি লক্ষ্যাধিক মানুষের সাথে জনসংসগ করবেন।
More Stories
মিরিকের বন্যা ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে সিপিআই(এম) নেতৃত্ব
উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ে ত্রাণে বিজেপি, নীরব তৃণমূল! মুখ্যমন্ত্রীর উৎসবের মাঝেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের উত্তরবঙ্গ সফর
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন