সোমালিয়া ওয়েব নিউজ: এক অক্টোপাসের মাছ ধরার অভিনব কৌশল। খাঁচার কাছে দাঁড়িয়ে থাকা মৎস্যজীবীদের ১ জন ক্ষুধার্ত অক্টোপাসের দুঃসাহসিক মৎস্য চুরির সেই দৃশ্য সঙ্গে ভিডিও করেন।ধরি মাছ, না ছুঁই পানি। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক অক্টোপাসের মাছ ধরার অভিনব কৌশল দেখে ঠিক এমনটাই মনে হওয়া স্বাভাবিক। জল থেকে নয়। মাছ ধরতে ডাঙ্গার উপরে রাখা লোহার খাঁচার মাথায় উপর চড়ে বসেছে মৎস্যলোভী ওই অক্টোপাস।খাঁচার জালের ভিতর দিয়ে এক এক করে সে বাড়িয়ে দিচ্ছে তিন চারটে লম্বা শুঁড়। সেই শুঁড় দিয়ে রূপোলী মাছগুলোকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে সোজা মুখের ভিতর চালান করে দিচ্ছে চালাক অক্টোপাস।খাঁচার কাছে দাঁড়িয়ে থাকা মৎস্যজীবীদের ১ জন দিনে-দুপুরে ক্ষুধার্ত অক্টোপাসের দুঃসাহসিক মৎস্য চুরির সেই দৃশ্য সঙ্গে সঙ্গে ভিডিওবন্দি করে ফেলেন।অবশ্য বীরত্বের গুণে যে তখন সবার মধ্যমণি হয়ে উঠেছে, তার চারপাশে মনোনিবেশ করার মতো সময় ছিল না। ভোজনপর্ব শেষে ঘরের ছেলেকে ঘরে পাঠাতে খাঁচাসহ অক্টোপাসটিকে জলের মধ্যে ডুবিয়ে দেন মৎস্যজীবীরাই।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন