October 5, 2025

স্পেসএক্সের স্টারশিপের বিস্ফোরণের জেড়ে গোটা শহরের ওপর কংক্রিটের মেঘ

সোমালিয়া ওয়েব নিউজ: স্পেসএক্সের যে লঞ্চ সাইট থেকে স্টারশিপ রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল, তার খুব কাছেই বোকা চিকা সমুদ্রতটে অবস্থিত একটি জাতীয় উদ্যান। সেখানেও কংক্রিট ও ধাতুর ‘বৃষ্টি’ হয়েছে রকেটটি ধ্বংস হয়ে যাওয়ায়। পাশাপাশি সেই জাতীয় উদ্যানের ৩.৫ একর জমি জুড়ে আগুনও ধরে যায়।মেক্সিকো উপসাগরে স্পেসএক্সের নতুন স্টারশিপ রকেট ধ্বংস হওয়ার দৃশ্য বিশ্বজুড়ে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছিল। গত ২০ এপ্রিলের সেই ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছিল। রকেট বিস্ফোরণের প্রায় সপ্তাহ খানেক পর এবার সেদিকে নজর ঘোরালো মার্কিন প্রশাসন। এই বিস্ফোরণের জেরে আশেপাশের অঞ্চলের পরিবেশের ওপরে প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ে যাচাই-বাছাই করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। দক্ষিণ টেক্সাসে গতসপ্তাহের বৃহস্পতিবার যে রকেট বিস্ফোরণ ঘটে তার জেরে কাছের একটি ছোট শহরের ওপর কংক্রিটের মেঘ দেখা গিয়েছিল। এই আবহে মার্কিন নিয়ন্ত্রকদের মনে এই ধরনের লঞ্চ অপারেশনের পরিবেশগত প্রভাব সম্পর্কে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।এদিকে স্পেসএক্সের যে লঞ্চ সাইট থেকে স্টারশিপ রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল, তার খুব কাছেই বোকা চিকা সমুদ্রতটে অবস্থিত একটি জাতীয় উদ্যান। সেখানেও কংক্রিট ও ধাতুর ‘বৃষ্টি’ হয়েছে রকেটটি ধ্বংস হয়ে যাওয়ায়। পাশাপাশি সেই জাতীয় উদ্যানের ৩.৫ একর জমি জুড়ে আগুনও ধরে যায়। তবে কোনও জীবের মৃত্যু হয়নি এই ঘটনায়। তবে পরিবেশবিদরা এখনও দাবি করছেন, বোকা চিকা থেকে ভবিষ্যতে আর কোও রকেট উৎক্ষেপণের অনুমতি দেওয়ার আগে এর পরিবেশগত প্রভাবের বিষয়টি খতিয়ে দেখা উচিত। এদিকে বোকি চিকা জাতীয় উদ্যানের ক্ষতি নিয়ে প্রশ্ন করা হলে স্পেসএক্সের তরফে তাৎক্ষণিক ভাবে কোনও জবাব দেওয়া হয়নি।

Loading