সোমালিয়া ওয়েব নিউজ: দিল্লির তিহার জেলে বন্দি গ্যাংস্টার টিল্লুর উপর প্রাণঘাতী হামলা। সূত্রে খবর, তাকে বেধড়ক মারধর করে অপর বন্দি যোগেশ টুন্ডা। ঘটনায় গুরুতর আহত হয় টিল্লু। এরপর তাকে উদ্ধার করে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ফলে এদিনের এই ঘটনায় প্রশ্ন উঠে গেল দুর্ভেদ্য তিহার জেলের নিরাপত্তা নিয়ে।তিহার জেল সূত্রে খবর, তিহার জেল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা বেজে ১৫ মিনিট নাগাদ জেলের প্রথম তলে ৩৩ বছরের টিল্লু তেজপুরিয়াকে লোহার গ্রিল ভেঙে তা দিয়ে আক্রমণ করে যোগেশ টুন্ডা, রাজেশ সিং, রিয়াজ খান। দিন দলায় হাসপাতালে আহত বন্দিকে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
কুখ্যাত গ্যাংস্টার টিল্লু তিহাড় জেলের ৯ নম্বর সেলে বন্দি ছিল। আচমকাই তার উপর হামলা করেন ৮ নম্বর সেলের বন্দি যোগেশ টুন্ডা। লোহার রড দিয়ে মারাত্মক আঘাত করা হয় টিল্লুকে। এতে গুরুতর জখম হয় টিল্লু। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।এই গ্যাংস্টার টিল্লু তাজপুরিয়া ওরফে সুনীল মানই গত বছর রোহিনী আদালতের ভিতরে রাইভাল গ্যাংস্টার জিতেন্দ্র যোগীর উপরে গুলি চালায়। সুপারি কিলারও নিয়োগ করেছিল সে। ঘটনায় জিতেন্দ্র যোগীর মৃত্যু হয়। তদন্তকারীদের অনুমান, সেই ঘটনার বদলা নিতেই জিতেন্দ্র যোগী গ্যাংয়ের সদস্য যোগেশ টুন্ডা টিল্লুকে হত্যা করেছে।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর