October 6, 2025

মালয়েশিয়ার উপকুলে তেলের ট্যাংকারে আগুন, চাঞ্চল্য উপকূল ভাগে

সোমালিয়া ওয়েব নিউজ: মালয়েশিয়ার দক্ষিণ উপকূলে গ্যাবনে নিবন্ধনকৃত একটি বড় তেলের ট্যাংকারে বড় ধরনের আগুন লাগার কথা জানিয়েছে মালয়েশিয় কর্তৃপক্ষ। 
ওই অগ্নি দুর্ঘটনায় জাহাজটির ২৮ জন ক্রুর মধ্যে তিনজন নিখোঁজ রয়েছেন। ট্যাংকার জাহাজটি চীন থেকে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিলো। নিখোঁজ ক্রুদের উদ্ধারের চেষ্টা চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মালয়েশিয়ার সমুদ্র কর্তৃপক্ষ।
মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির (এমএমইএ) কর্তৃপক্ষ জানায়, হঠাৎ বিকেল চারটার দিকে ওই ট্যাংকারে আগুন লাগার সতর্ক সংকেত পায় তারা।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় একটি উদ্ধারকারী দল। এমএমইএ’র পরিচালক অ্যাডমিরাল নুরুল হিজাম জাকারিয়া জানান, সৌভাগ্যবশত ২৩ জন ক্রুকে জীবিত উদ্ধার করা গেছে।তবে কি ভাবে আগুন লাগলো তা নিয়ে সন্দিহান কর্তৃপক্ষ। দ্রুত উদ্ধার কার্য শুরু হওয়ায় ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়নি।
নিখোঁজ ক্রুজ উদ্ধারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তবে তেলের ট্যাংকারটিতে আগুন লাগার কারণ এখনও জানা না গেলেও তদন্তে নেমেছ এমএমইএ প্রশাসন।

Loading