October 6, 2025

সি বি আই-এর নোটিসে পুরুলিয়া সফর বাতিল অভিষেক ব্যানার্জীর,

সোমালিয়া ওয়েব নিউজ: শুরু হয়েছিল ২৫ ই এপ্রিল যা লাগাতার বাংলার বিভিন্ন প্রান্ত হয়ে ২১ ই মে পুরুলিয়া ঢোকা চূড়ান্ত ছিল। হটাৎ করে সি বি আই এর সমনে থমকে গেলো পুরুলিয়া জেলায় তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচি । তবে কয়েক দিন আগে পশ্চিম বর্ধমানে নবজোয়ার কর্মসূচির মাধ্যমে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জী বলেছিলেন তিনি যে কোনো তদন্তে সহ যোগিতা করতে প্রস্তুত আগেও যেখানে কেদ্রীয় তদন্তকারি ডেকেছেন সেখানে গেছি আর যদি আবার ডাকেন তাহলে আবারও যাবো । গত প্রায় একমাসের কাছাকাছি তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচি চলছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণ হয়ে যার রূপরেখা এবার ছিল পুরুলিয়া জেলায়। কিন্তু হঠাৎ করে কর্মসূচি বাতিল হওয়ায় তৃণমূল কর্মীরা একটু হলেই চোখে মুখে হতাশা দেখা গেলো। যদিও পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ্যে জানা যায় খুব শিগগিরই অভিষেক ব্যানার্জীর নবজোয়ার কর্মসূচির পুরুলিয়া সফর বাস্তবায়িত হবে এবং জানা যায় দলীয় ভাবে কখন আসবেন আবার সঠিক ভাবে জানানো না হলেও ২৪ মে আসার ব্যাপারে একটা সবুজ সংকেত দেওয়া হয়েছে।

Loading