October 6, 2025

ফের নব জোয়ার যাত্রা শুরু অভিষেকের

সোমালিয়া ওয়েব নিউজ: সিবিআই তলব করায় শুক্রবার ‘নবজোয়ার’ কাটছাঁট করেই বাঁকুড়া থেকে ফিরে আসতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শনিবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার কলকাতায় থাকলেও, আজ সোমবার থেকে ফের শুরু হচ্ছে অভিষেকের নব-জোয়ার কর্মসূচি।সোমবার দুপুর ৩টে নাগাদ চপারে করে ইন্দাসে পৌঁছবেন অভিষেক। সেখানে সম্প্রতি দলীয় সভায় বজ্রপাতে মৃত এবং আহত তৃণমূল কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। তার পর সেখান থেকে তৃণমূল সাংসদের যাওয়ার কথা কোতুলপুর এবং বিষ্ণুপুরের কর্মসূচিতে। একটা রোড শো ও একটি জনসভা করার কথা আছে তার। এছাড়া বিষ্ণুপুরে ক্যাম্পে রাতে হবে অধিবেশন।অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন, পূর্ণ উদ্যমে ফের নবজোয়ার যাত্রা শুরু করা হবে ৷ সেরকমই প্রস্তুতি আজ, সোমবার নিয়ে রাখা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। এরই মধ্যে আজ সুপ্রিম কোর্টে তার দাখিল করা এসএলপি’র প্রেক্ষিতে শুনানি হওয়ার কথা ৷ সেদিকেও সকলের নজর রয়েছে ৷

Loading