সোমালিয়া ওয়েব নিউজ: তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচির ৩৪ তম দিনে পূর্ব মেদিনীপুর জেলায় প্রবেশ করলেন অভিষেক ব্যানার্জী। এদিন জেলার শেষ প্রান্ত পটাশপুর দিয়ে তিনি জেলার এগরা, কুদি, রামনগর বিধান সভার দেপাল হয়ে কাঁথিতে তে প্রবেশ করেন । এদিনের কর্মসূচিতে মানুষের বাঁধভাঙা জোয়ার দেখা দিলো বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর গড়ে। পটাশপুরে এদিন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক অভিষেক ব্যানার্জী কে স্বাগতম করেন তার পর রোড শোর মধ্য দিয়ে এগরা তেও কর্মসূচি করেন এবং সেখানে এগরার বিধায়ক তরুণকান্তি মাইতি অভ্যর্থনা জানান, তার পর রামনগর বিধান সভার অন্তর্গত দেপালে মন্ত্রী অখিল গিরি অভিষেক ব্যানার্জী কে অভ্যর্থনা জানান । এদিন জেলার যে পথ দিয়ে অভিষেক ব্যানার্জীর গাড়ি এসেছে সেই পথ গুলি তে তৃণমূল কংগ্রেস কর্মীদের ভিড় ছিল প্রচুর এবং পটাশপুরের জনসভা তে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী কে আক্রমণ করে বলেন গত বিধান সভায় মমতা ব্যানার্জী নন্দীগ্রাম থেকে জয় পাওয়ার পর কি ভাবে ভোট গণনা কেন্দ্রে আলো বন্ধ হয়ে যায় তার পর শুভেন্দু অধিকারী জিতে যায় তার বিচার উচ্চ আদালতে চলছে। এদিন তিনি রামনগরে স্বাধীনতা আন্দোলনের শহীদ পরিবারের সাথে কথা বলেন তাদের সন্মান জানান। তৃণমূলে নব জোয়ার প্রচার কর্মসূচির ৩৪তম দিনে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর চলমান জন সংযোগ যাত্রা নিয়ে জেলায় প্রবেশ করতেই পূর্ব মেদিনীপুরের মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক