সোমালিয়া ওয়েব নিউজ: আধার কার্ড সংক্রান্ত পরিবেশ পরিষেবায় এবার নিজেদের ফোনের মাধ্যমে পাওয়া যাবে তবে এর জন্য এম আধার অ্যাপ ডাউনলোড করতে হবে এমনটাই জানিয়েছেন আধার কর্তৃপক্ষ ইউনিক আইডেন্টিটি অথরিটি অফ ইন্ডিয়া তারা জানিয়েছে দেশের মোট 13 টি ভাষায় e-aadhar এর স্ট্যাটাস আপডেট আধার কার্ড চিহ্নিতকরণ সহ নানান পরিষেবা পাওয়া যাবে যে সমস্ত ফোনে আগে থেকেই এম আধার অ্যাপ ডাউনলোড করা আছে তাদেরকে সেই অ্যাপটি আপডেট করে নিতে হবে আর যাদের ওই অ্যাপ আগে ডাউনলোড করা ছিলনা তারা নতুন করে ওই অ্যাপ ডাউনলোড করলেই এই সমস্ত সুবিধা মিলবে এর ফলে সব সময় হাতের কাছে আধার কার্ডের হার্ডকপি রাখার প্রয়োজন নেই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এম আধার অ্যাপ ডাউনলোড করে সেখানে নিজের একটা প্রোফাইল তৈরি করে নিতে হবে যে সমস্ত ব্যক্তিরা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত আছে তারাই এই সুবিধা পাবেন যেকোনো স্মার্টফোন থেকেই এই অ্যাপ ব্যবহার করা যাবে এম আধার অ্যাপের মাধ্যমে যে সমস্ত পরিষেবা পাওয়া যাবে তারমধ্যে উল্ল্যেখযোগ্য হলঃ
১) হারিয়ে যাওয়া আধার কার্ড ডাউনলোড করা যাবে। পুনরায় আধার কার্ডের কপি করতে দেওয়া যাবে। ২) পরিচয় পত্র হিসেবে দেখানোর জন্য অফলাইন মোডেও আধার দেখতে বা দেখাতে পারা যাবে। ৩) নথি দিয়ে বা নথি ছাড়া আধারের ঠিকানা আপডেট করা যাবে। ৪) একটি মোবাইলেই পরিবারের সদস্যদের (সর্বাধিক পাঁচজন) আধার রেখে দেওয়া বা নিয়ন্ত্রণ করা যাবে। ৫ ) বিভিন্ন পরিষেবা প্রদানকারী সংস্থাকে কাগজবিহীন ই-কেওয়াইসি বা কিআউ কোড দেওয়া যাবে। ৬) নিজের আধার বা বায়োমেট্রিক লক করে আধার কার্ড সুরক্ষিত রাখা। ৭) ভিআইডি জেনারেট করা বা পুনরুদ্ধার করা। যা আধার কার্ড সংক্রান্ত পরিষেবা পাওয়ার জন্য আধারের পরিবর্তে ব্যবহার করতে পারেন (যাঁরা নিজেদের আধারের তথ্য অন্যকে দিতে চান না বা যাঁরা নিজেদের আধার লক করে দিয়েছেন, তাঁদের জন্য)। ৮) অফলাইন মোডে আধার এসএমএস পরিষেবা ব্যবহার করা।
৯) আধারের জন্য নথিভুক্ত হওয়ার পর বা আধারের তথ্য আপডেটের পর সেই সংক্রান্ত তথ্য জানা যাবে। ১০) আধার সেবা কেন্দ্রে যাওয়ার জন্য সময় নির্ধারণ করা। অর্থাৎ অ্যাপয়েটমেন্ট নেওয়া। ১১) সফলভাবে আপডেট সম্পূর্ণ হলে নিজের আধার প্রোফাইলে সাম্প্রতিক তথ্য মিলবে। ১২) ইউআইডিএআই সাইট থেকে অনলাইনে আধার পরিষেবার জন্য এসএমএসের পরিবর্তে ওটিপি ব্যবহার করা যেতে পারে।১৩) নিকটতম আধার নথিভুক্তির কেন্দ্র চিহ্নিত করা যাবে। ১৪) এম আধার ব্যবহারকারীরা নিজেদের আধার কার্ড এই অ্যাপের মাধ্যমে ডাউনলোড করে রাখতে পারবেন।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর