December 1, 2025

নবান্ন অভিযানে লাঠিচার্জের প্রতিবাদ: বনধের দিন পুলিশকে কোথাও গোলাপ কোথাও ক্যাডবেরি উপহার

সোমালিয়া সংবাদ, হুগলি: ১২ ঘন্টার বাংলা বনধকে সফল করতে জিটি রোড অবরোধ করে রাস্তার উপরেই ফুটবল খেললেন সিপিএমের কর্মী-সমর্থক থেকে বিদায়ী কাউন্সিলর সকলে। বৃহস্পতিবার বাম সমর্থিত সিপিএমের বিভিন্ন শাখা সংগঠন নবান্ন অভিযান করে। আর সেই নবান্ন অভিযানে পুলিশের হাতে আক্রান্ত হন বাম কর্মী-সমর্থকরা। এরই প্রতিবাদে শুক্রবার ১২ ঘন্টার বনধ।  আর এই বনধ সফল করতে গিয়েই রাস্তার উপরে ফুটবল খেললেন সিপিএম কর্মী-সমর্থক। হুগলির হিন্দমোটর পেট্রোল পাম্পের কাছে পুলিশের সামনেই তাঁরা রাস্তা অবরোধ করে ফুটবল খেলতে থাকেন। ঘটনার খবর পেয়ে ছুটে যান উত্তরপাড়া থানার বিশাল পুলিশবাহিনী। আটকে পড়ে বহু যানবাহন। এমনকি একদিকে যেমন সিপিএমের কর্মী-সমর্থকদের সংখ্যা বাড়তে থাকে ঠিক তার উল্টো দিকে বাড়ানো হয় পুলিশ।এমনকি আটকে দেওয়া হয় কলকাতা পুলিশের গাড়ি। প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে জি টি রোড। এরপর পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায় অবরোধ।

পাশাপাশি এদিন বাম  কর্মী-সমর্থকরা উপস্থিত পুলিশ কর্মীদের ক্যাডবেরি উপহার দেন। তাঁদের বক্তব্য, আপনারা নবান্ন অভিযানের সময় আমাদের কর্মী-সমর্থকদের ওপর লাঠিচার্জ করেছিলেন। কিন্তু আমরা আপনাদেরকে ভালোবেসে ক্যাডবেরি উপহার দিচ্ছি। যদিও পুলিশকর্মীদের সেই ক্যাডবেরি হাতে তুলে নিতে দেখা যায়নি। অন‍্যদিকে হুগলীর কোন্নগরে বামফ্রন্টের পথ অবরোধে দেখা গেল অন্য চিত্র। পুলিশ পথ অবরোধ তুলতে এলে পুলিশকে গোলাপ দিয়ে সৌজন্য দেখালেন বামফ্রন্টের নেতা-কর্মীরা। যেখানে নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছিল বামফ্রন্ট সেখানে কোন্নগর বাটার মোড়ে তার প্রতিবাদে পুলিশের হাতে গোলাপ ফুল তুলে দেওয়া হয়।

Loading