October 6, 2025

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আবারও জামিন খারিজ

সোমালিয়া ওয়েব নিউজ: আলিপুরে বিশেষ সিবিআই আদালতে পার্থর আইনজীবী বিপ্লব গোস্বামী ফের একবার তাঁর মক্কেলের জামিনের জন্য আবেদন জানান। আদালতে পার্থর আইনজীবী তাঁর শারীরিক অবস্থার কথা উল্লেখ করে বিচারকের কাছে আর্জি রাখেন, ‘ওঁর পায়ের যা অবস্থা উনি একা চলতে পারছেন না। ওঁর চলাফেরার জন্য সাপোর্ট দরকার হচ্ছে।’ যে কোনও শর্তে যাতে পার্থকে জামিন দেওয়া হয়, আদালতের কাছে সেই আর্জিও জানান আইনজীবী বিপ্লব গোস্বামী। বলেন, ‘আমার মক্কেলের যা মেডিক্যাল কন্ডিশন, উনি আর কতদিন হেপাজতে থাকবেন?’
এদিকে বিচারক এদিন পার্থ চট্টোপাধ্য়ায়ের আগের দিনের একটি মন্তব্যের কথা উল্লেখ করেন। পার্থর আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারক এদিন জানতে চান, ‘আপনার মক্কেল আগের দিন কী বলেছেন? আমি এখান থেকে বিচার পাব না।’ প্রত্যুত্তরে পার্থর আইনজীবী জানান, তাঁর মক্কেল ইচ্ছাকৃতভাবে এই মন্তব্য করেননি। পার্থর হয়ে তাঁর আইনজীবী বিচারকের কাছে এদিন এও জানান, ‘এমন কোনও অভিপ্রায় নেই। মানসিক পরিস্থিতি থেকে উনি বলেছেন।’ বিচারক সে কথা শুনে বলেন, ‘আমি এ ধরনের জিনিস আগে শুনিনি। ওঁর বয়স হয়েছে। তাই আমি কিছু বলিনি। কিছু মনে করিনি। দয়া করে মিডিয়া ট্রায়াল করবেন না।’
এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ হয়ে যায় আদালতে। পার্থ-সহ নিয়োগ দুর্নীতিতে ধৃত মোট সাত জনের আগামী ২৭ জুন পর্যন্ত ফের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। এদিকে এদিন আদালত চত্বর থেকে বেরনোর সময় বিচারক পার্থর কথায় অসন্তুষ্ট হয়েছেন কি না জানতে চাওয়া হলে জবাবে তিনি বলেন, ‘আদালতকে কোনওদিন অবমাননা করিনি, করব না।’

Loading