October 5, 2025

৪৮-৭২ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

সোমালিয়া ওয়েব নিউজ: আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী ৪৮-৭২ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আলিপুর আবাহওয়া দপ্তর সূত্রে এও খবর, উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। অন্যদিকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। গত এক সপ্তাহের ভারী বৃষ্টির প্রভাবে উত্তরবঙ্গের নদীতে জলস্তর বিপদসীমার কাছাকাছি। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে আগামী তিন দিন। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রায় সব জেলাতেই। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে রবি এবং সোমবার। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণায়। এই ৩ দিনে কলকাতাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিপাতের সঙ্গে রাজ্যজুড়ে রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কাও। আর সেই কারণেই দামিনী অ্যাপ ডাউনলোড করে নিরাপদ স্থানে থাকার পরামর্শও দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এই ভারী বৃষ্টির জেরে আগামী ৩ দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে।

Loading