সোমালিয়া ওয়েব নিউজ: ভারত-আমেরিকা কূটনৈতিক সম্পর্কের নতুন চালিকাশক্তি হিসেবে উঠে এল অত্যাধুনিক প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরে অ্যামাজন, গুগল ও মাইক্রোসফ্ট— আমেরিকার প্রযুক্তি ক্ষেত্রের তিন মহীরুহ এ দেশে লগ্নি ও ভারতীয় প্রযুক্তি ক্ষেত্রের উন্নতির জন্য প্রযুক্তিগত সহযোগিতার সিদ্ধান্ত ঘোষণা করল। অ্যামাজন আগামী সাত বছরে ভারতে ১৫০০ কোটি ডলার লগ্নির সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে অ্যামাজনের মোট লগ্নি ২৬০০ কোটি ডলারে গিয়ে পৌঁছবে। গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, গুগল ভারতে ডিজিটাল ক্ষেত্রের উন্নয়ন তহবিলে ১০০০ কোটি ডলার লগ্নি করছে। তার সঙ্গে গুগল গুজরাতের গিফট সিটিতে আন্তর্জাতিক আর্থিক প্রযুক্তি কেন্দ্র খুলবে। মাইক্রোসফ্ট গত মাসেই যুগলবন্দি নামের কৃত্রিম মেধা-নির্ভর নতুন প্রজন্মের চ্যাটবট চালু করেছে। যা মোবাইলে চলবে। সরকারি কাজে সাহায্য করবে। কেউ আঞ্চলিক ভাষায় লিখে বা মুখে বলে প্রশ্ন করলে এই চ্যাটবট ইংরেজিতে লেখা তথ্য খুঁজে আঞ্চলিক ভাষাতেই উত্তর দেবে।
প্রধানমন্ত্রীর এই সফরে আগেই সেমিকনডাক্টর বা চিপ, মহাকাশ প্রযুক্তি, কোয়ান্টাম কম্পিউটিং, টেলিযোগাযোগ ও যুদ্ধবিমানের ইঞ্জিন নিয়ে ঘোষণা হয়েছে। এর মধ্যে আমেরিকার জেনারেল ইলেকট্রিক এরোস্পেস সংস্থা রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যাল-কে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে যৌথ উদ্যোগে ভারতে জেট ইঞ্জিন তৈরিতে সহযোগিতা করবে। বিদেশ মন্ত্রকের কর্তারা বলছেন, এই একটি ঘোষণা থেকেই স্পষ্ট, ভারত-আমেরিকার সম্পর্ক এখন ক্রেতা-বিক্রেতা থেকে প্রযুক্তির আদানপ্রদান, যৌগ উদ্যোগে উদ্ভাবন ও উৎপাদনের স্তরে উঠে এসেছে।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর