সোমালিয়া ওয়েব নিউজ: এইভাবেও ফিরে আসা যায়! বিষয়টি অনেকের কাছেই ভাবার মত না হলেও তাও হয়েছে ভুবন বাদ্যকরের কাছে। ভুবন বাদ্যকর একসময় গ্রামে গ্রামে ঘুরে বাদাম বিক্রি করতেন। বাদাম বিক্রি করতে করতেই তিনি গাইতেন কাঁচা বাদাম গান আর সেই গান সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে ভাইরাল হতেই রাতারাতি তিনি সেলিব্রেটি হয়ে ওঠেন। তবে এমন সুসময় বাদাম কাকুর কাছে বেশি দিন টেকসই হয়নি।কালক্রমে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠা কাঁচা বাদাম গানের জনপ্রিয়তা তলানিতে ঠেকতে শুরু করে। কান পচানো এই গান আর কেউ শুনতে চাইছেন না। এমন পরিস্থিতির শিকার হয়ে ভুবন বাদ্যকর দিন দিন সেলিব্রেটি থেকে ফের সাধারণ এক মানুষে পরিণত হন। এখন তিনি আবার পেট চালাতে বাদাম বিক্রির ব্যবসা শুরু করবেন বলেও ঠিক করেছেন।
কিন্তু এরই মধ্যে তার কাঁচা বাদাম গানটি ফের একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এক খুদের দৌলতে। বিষয়টি অবাক করা হলেও এমনটাই ঘটেছে। পরনে কালো রঙের ঝলমলে জ্যাকেট, ঝাঁকড়া চুল, মুখে সারল্য ভরপুর এক খুদে নতুন করে প্রাণ ফিরিয়ে দিয়েছে ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানে। ওই খুদে কোন এক অনুষ্ঠানে এই গানটিতে জমকালো নাচ করেছে আর সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতে নতুন করে ভাইরাল হয়।জানা যাচ্ছে, ওই খুদে পাকিস্তানের। পাকিস্তান থেকে নতুন করে এই গানটি ওই খুদের দৌলতে ভাইরাল হওয়ার ফলে আলাদাভাবেই আশার আলো দেখছেন বীরভূমের ভুবন বাদ্যকর। তবে ওই খুদের দৌলতে কাঁচা বাদাম গানটি নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও গানের স্রষ্টা ভুবন বাদ্যকরের লাইফে নতুন মোড় আসবে কিনা তা নিয়ে অবশ্য সন্দেহ রয়েই যায়। যদিও বীরভূম থেকে এই গান পাকিস্তানের পৌঁছে নতুন করে ভাইরাল হওয়া অনেকের মধ্যেই আশার আলো যোগাচ্ছে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক