সোমালিয়া সংবাদ, পুরশুড়া: শুধুমাত্র দু’বেলা দু’মুঠো পেট ভরানোর জন্য সুদূর সুন্দরবন থেকে পুরশুড়ায় প্রতিমা তৈরি করতে এসেছেন মধুসূদন সর্দার। বাড়ি কুলতলি থানা এলাকার কাঁটামাটি গ্রামে। মধুসূদনবাবু জানালেন, তাঁদের এলাকায় প্রতিমা শিল্পীদের চাহিদা খুবই কম। তাই সারা বছরই তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করেন। তিনি জানালেন, কুমারটুলি থেকে কালীঘাট পটুয়াপাড়া সব জায়গাতেই কাজ করেছেন। হুগলি জেলার শেওড়াফুলি, শ্রীরামপুর, চাঁপাডাঙ্গা প্রভৃতি এলাকাতেও প্রতিমা গড়েছেন। গত তিন বছর ধরে পুরশুড়ার দেউলপাড়ায় জয়দেব খামরুইয়ের বাড়িতে মনসা প্রতিমা গড়ছেন। এবছরও করতে এসেছিলেন। এদিকে চারদিকে তখন লকডাউন চলছিল। করোনা পরিস্থিতিতে প্রতিমা শিল্পীদের চাহিদা প্রায় ছিল না। তখন জয়দেববাবু প্রস্তাব দেন, তাঁর এলাকাতেই প্রতিমা গড়ার। এবছর সরস্বতী প্রতিমা গড়ছেন। তবে তিনি জানালেন সারা বছর বিভিন্ন প্রতিমাই তিনি করে থাকেন। বাড়িতে স্ত্রী ছেলে-মেয়ে রয়েছে। জমি জায়গা কিছুই নেই। সংসারের যাবতীয় খরচ এই প্রতিমা গড়ার উপার্জন থেকেই চলে। অন্যদিকে জয়দেববাবু জানালেন, উনি খুব ভাল মানুষ। তিন বছর ধরে আমাদের বাড়িতে মনসা প্রতিমা গড়ছেন। করোনার জন্য এবারের পরিস্থিতি খুবই খারাপ ছিল। তাই এখানেই প্রতিমা গড়ার কথা বলেছিলাম। আমার দিক থেকে যত রকম সাহায্য করার আমি করছি।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক