সোমালিয়া সংবাদ, খানাকুল: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত হয়ে উঠল খানাকুলের ঘোষপুর হাটতলা এলাকা। দলেরই ব্লক সভাপতির বিরুদ্ধে দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তুলে কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করলেন পঞ্চায়েত প্রধান। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন তৈরি হয়েছে খানাকুল তৃণমূল কংগ্রেসে। ঘোষপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ হায়দার আলির অভিযোগ, তৃণমূলের খানাকুল-১ নম্বর ব্লক সভাপতি ইলিয়াস চৌধুরী তাঁর অনুগামীদের নিয়ে এদিন তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা ভেঙে ঢোকেন এবং তাতে ভাঙচুর চালান। তখন স্থানীয় তৃণমূল কর্মীরা তাঁকে ওই কার্যালয়ের মধ্যে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন। এরপর পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হায়দারের দাবি, ইলিয়াস চৌধূরী হার্মাদদের নিয়ে দল চালাচ্ছেন। তা সত্ত্বেও আমরা ব্লক সভাপতি হিসেবে তাঁকে সম্মান করি। তিনি চাবি চাইলেই আমরা দিয়ে দিতাম। কিন্তু তিনি তালা ভেঙে ঢুকে ভাঙচুর চালালেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ব্লক সভাপতি ইলিয়াস চৌধুরী। তিনি বলেন, দলীয় নির্দেশ মেনে বুথে বুথে বৈঠক চলছে। আমরাও ওই দলীয় কার্যালয়ে বৈঠক করতে গিয়েছিলাম। কার্যালয়টি কোন ব্যক্তির নয়, দলের। কিন্তু সেটি দীর্ঘদিন ধরে তারা বন্ধ করে রেখেছিল হায়দার। সেখানে অসামাজিক কাজকর্মের অভিযোগ উঠেছিল। চাবি চেয়েছিলাম, কিন্তু ওরা দেয়নি। তাই তালা ভেঙে কার্যালয় খুলতে হয়েছে। এতে গোষ্ঠীদ্বন্দ্বের কিছু নেই।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি