সোমালিয়া সংবাদ, আরামবাগ: দীর্ঘদিনের ভালোবাসা। ওরা স্বপ্ন দেখেছিল দু’জনে মিলে সুখের ঘর তৈরি করবে। কিন্তু সেই স্বপ্ন যে ভয়ঙ্কর হয়ে উঠবে তারা নিজেরাও টের পায়নি। ভালোবাসার মর্মান্তিক পরিণতি ঘটল আরামবাগের দুই প্রেমিক-প্রেমিকার জীবনে। পালিয়ে গিয়ে বিয়ে করার পরিকল্পনাও শেষপর্যন্ত সফল হল না। মৃত্যুর মতো মর্মান্তিক পরিণতির মধ্য দিয়ে তাদের ভালোবাসার পরিসমাপ্তি ঘটল। জানা গেছে, ওই প্রেমিক-প্রেমিকার নাম অর্জুন দোলুই ও রাখি প্রামানিক। অর্জুনের বাড়ি আরামবাগের বৃন্দাবনপুর এলাকায়। রাখির বাড়ি বাসুদেবপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। পরিকল্পনা করেছিল পরস্পর পরস্পরকে বিয়ে করবে। কিন্তু তা যে সহজে হবে না তারা বুঝতে পেরেছিল। তাই ২৭ জনুয়ারি তারা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এরপর রাখির পরিবারের লোক আরামবাগ থানায় অভিযোগ জানিয়েছিলেন। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে দু’জনকে খুঁজে বের করার চেষ্টা করা হয়। এমনকি নাবালিকা রাখিকে ফুঁঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে অর্জুনের বিরুদ্ধে। তার মাকে গ্রেপ্তারও করে পুলিশ। তারপরেও খোঁজ পাওয়া যায়নি ওদের দু’জনের। এরই মধ্যে মঙ্গলবার হাওড়ার ডোমজুড় এলাকায় একটি জলা মাঠের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার করে সেখানকার পুলিশ। কিন্তু তাদের পরিচয় পেতে হিমশিম খেতে হয় পুলিশকে। বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও তাদের পরিচয় জানা যায়নি। এরপর তাদের দু’জনের ছবি বিভিন্ন থানায় পাঠানো হয়। শনিবার আরামবাগ থানায় মেসেজ এসে পৌঁছায়। এরপর পরিবারের লোকেদের সেই ছবি দেখানো হয়। তখনই জানা যায় ওদের পরিচয়। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আরামবাগের বাসুদেবপুর ও বৃন্দাবনপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুই পরিবারের লোকজনই ছুটে যায় ডোমজুড়ে। ভালোবাসার এই মর্মান্তিক পরিণতির ঘটনায় এলাকার মানুষ হতবাক।
![]()

More Stories
পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের ডাক ব্রিগেডে, রাজ্যপালকে আমন্ত্রণ সনাতন সংস্কৃতি সংসদের
বিধানসভা নির্বাচনের আগে ইভিএম–ভিভিপ্যাটের এফএলসি শুরু রাজ্যে, চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত
হাতুড়ে ডাক্তারি বনাম পাশ করা ডাক্তার—অরাজকতার জঞ্জালে বাংলার স্বাস্থ্যব্যবস্থা