সোমালিয়ায় সংবাদ, গোঘাট: সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে গিয়ে ক্ষোভে ফেটে পড়লেন চাষিরা। অতিরিক্ত ছাঁট দেওয়া দেওয়ার অভিযোগ তুলে তাঁরা বিক্ষোভ দেখালেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গোঘাট-১ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ নারায়ণ পাঁজা। এছাড়াও ঘটনাস্থলে হাজির হয় গোঘাট থানার পুলিশ বাহিনী। শনিবার ঘটনাটি ঘটেছে গোঘাট সরকারি ধান ক্রয় কেন্দ্রে। চাষিদের অভিযোগ, অভাবের তাড়নায় পড়ে তাঁরা ধান বিক্রি করছেন। অথচ সরকারি লোকেরা তাঁদের ধানে কুইন্টাল প্রতি সাত-আট কেজি বাদ দিয়ে দিচ্ছে। যা খুবই অন্যায়। কারণ তাঁরা গরীব মানুষ। এই চাষের উপর নির্ভর করেই তাঁদের সারা বছরের সংসার চলে। এভাবে যদি ধানে বাদ দেওয়া হয় তাহলে তাঁরা ক্ষতির মুখে পড়বেন। সেক্ষেত্রে তাঁদের আত্মহত্যা ছাড়া আর কোন উপায় থাকবে না। তাঁদের দাবি, কুইন্টাল প্রতি সর্বোচ্চ ৫ কেজি করে ধান বাদ দেওয়া হোক। এছাড়াও ধানের বস্তা ফেরত দেওয়া হোক। এ বিষয়ে গোঘাট-১ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ নারায়ন পাঁজা বলেন, চালকল মালিকরা একটু বেশি বাদ দিয়ে ধান কিনছিলেন। এই ঘটনায় চাষিরা ক্ষুব্ধ হয়েছিলেন। আমরা ঘটনাস্থলে গিয়ে চালকল মালিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করে দিয়েছি। যতটুকু বাদ না দিলেই নয় ততটুকুই বাদ দিয়ে চাষিদের কাছ থেকে সহায়ক মূল্য ধান কিনতে বলা হয়েছে। এছাড়া সোমবার একটি মিটিং ডাকা হয়েছে বলেও নারায়নবাবু জানান। উল্লেখ্য, চাষিদের কাছ থেকে ধান কেনার জন্য গোঘাটের গোঘাট ও মদিনাতে দুটি ধান ক্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। সেখানে এলাকার বিভিন্ন চাষি ধান বিক্রি করছিলেন। তাঁদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই অতিরিক্ত ধান বাদ দেওয়া হচ্ছিল। তাই এদিন চাষিরা বিক্ষোভ দেখান।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি