October 6, 2025

মরণোত্তর দেহদান প্রয়াত প্রবীণ কমিউনিস্ট নেতার

সোমালিয়া ওয়েব নিউজ: ১৭ই জুলাই রাত ৮ টা নাগাদ প্রয়াত হন ভারতের কমিউনিস্ট পার্টির ( মার্কসবাদী) জেলা সম্পাদকমণ্ডলীর প্রাক্তন সদস্য, যাদবপুর -সোনারপুর জোনাল কমিটির সম্পাদক তথা রাজপুর-সোনারপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান কম: পরিতোষ দে। মৃত্যুকালে অকৃতদার পরিতোষবাবুর বয়স হয়েছিল ৮১ বছর। তার মৃত্যুতে কমিউনিস্ট আন্দোলনের ব্যাপক ক্ষতি হলো।কমিউনিস্ট ভাবধারায় বিশ্বাসী পরিতোষ বাবু আমৃত্যু পার্টির সদস্য ছিলেন। উনি মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন। তাই মৃত্যুর পর উনার ইচ্ছানুযায়ী পরিবারের সদস্যরা উনার মরদেহ চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য এসএসকেএম এর এনাটমি বিভাগের কর্তৃপক্ষের হাতে তুলে দেন। তাদের এই মহত দানকে সাধুবাদ জানায় এলাকার মানুষ।

Loading