October 5, 2025

বিমান বসু ও আব্দুল মান্নানের নেতৃত্বে বাম-‌কংগ্রেসের জোটের মহামিছিল

সোমালিয়া সংবাদ, পুরশুড়া:‌ বাম-কংগ্রেস যৌথভাবে মহামিছিল করল রবিবার। নেতৃত্বে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। পুরশুড়ার চিলাডাঙ্গী থেকে এই মিছিল শুরু হয়। শেষ হয় খানাকুলের বালিপুরে। মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুদর্শন রায়চৌধুরী, সিপিএমের হুগলি জেলা কমিটির সম্পাদক দেবব্রত ঘোষ,সঞ্জয় চ্যাটার্জী, সজল ভৌমিক, অর্চনা মণ্ডল প্রমুখ। এই মিছিল থেকে কেন্দ্রের কৃষি আইনের তীব্র বিরোধিতা করা হয়। চাষিদের স্বার্থে অবিলম্বে কৃষি আইন বাতিল করার দাবি জানানো হয়। এদিনের এই মিছিল ঘিরে বাম ও কংগ্রেস কর্মী- সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রাস্তার দু’দিকে বহু জায়গায় লাল পতাকার সমারোহ দেখা যায়। দীর্ঘদিন পর এ ধরনের মিছিল দেখতে রাস্তার দু’দিকে কৌতুহলী মানুষ ভিড় জমিয়েছিলেন। এদিন কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেন, কেউ দল ছেড়ে বেরিয়ে গেলেই তৃণমূল নেত্রী তাঁদেরকে গদ্দার ও মীরজাফর ইত্যাদি আখ্যা দিচ্ছেন। কিন্তু দলে থাকলে তাঁদের সম্পর্কে কোন কথা বলছেন না। তাই আমরা জানতে চাই তৃণমূলে আর কেউ গদ্দার বা মীরজাফর আছেন কিনা। তাহলে আগে থেকেই মুখ্যমন্ত্রী তাঁদের নাম জানিয়ে দিন। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এ প্রসঙ্গে আবদুল মান্নান বলেন, এখনও কমপক্ষে ১০০ জন তৃণমূল ছাড়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন। আর তাঁরা দল ছাড়লেই তাঁদেরকে গদ্দার ও মীরজাফর আখ্যা দেওয়া হবে। এছাড়াও এদিন তিনি কেন্দ্রের কৃষি আইনের তীব্র বিরোধিতা করেন। অবিলম্বে ওই আইন বাতিলের দাবি জানান। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, দেশের ঐক্য শান্তি ও সম্প্রীতিকে ধ্বংস করার প্রধান হোতা ভারতীয় জনতা পার্টি, আরএসএস এবং বজরং দল। আমরা জানি, তৃণমূল কংগ্রেস একটা আঞ্চলিক দল, তৃণমূল সরকার স্বৈরাচারী সরকার। কাজেই তৃণমূল সরকার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা যেমন আমাদের জেহাদ ঘোষণা করব, একই সঙ্গে বিজেপি সারাদেশের মানুষের শত্রু, তার বিরুদ্ধেও আমরা জেহাদ ঘোষণা করব। বিজেপি ভারতের সংবিধানকে ধ্বংস করতে চায়। ভারতের মানুষের ঐক্য ও সংহতির মেলবন্ধনটাকে টুকরো টুকরো করে দিতে চায়। তাই আমাদের সকলকে এই দুই শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

Loading