সোমালিয়া সংবাদ, গোঘাট: মা দুর্গা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিছিল করল তৃণমূল কংগ্রেস। রবিবার বিকেলে গোঘাটের বেঙ্গাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি খাটুল ও সামন্তখণ্ড এলাকা পরিক্রমা করে। মিছিলের নেতৃত্বে ছিলেন বিধায়ক মানস মজুমদার, তৃণমূল নেতা চঞ্চল রায় প্রমুখ। তাঁরা দিলীপ ঘোষের মন্তব্যের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানান। এছাড়াও দিলীপ ঘোষের একটি কুশপুত্তলিকা দাহ করা হয়। বিধায়ক মানস মজুমদার বলেন, দিলীপ ঘোষ বাঙালির আবেগ নিয়ে খেলা করেছেন। তিনি মা দুর্গাকে অপমান করেছেন। বাঙালির কৃষ্টি ও সভ্যতাকে অপমান করেছেন। তাই তাঁর বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। অন্যদিকে তৃণমূল নেতা মুন্সি নজিবুল করিমের ডাকে খানাকুল বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজহাটি এলাকায় এক প্রতিবাদ মিছিল হয়। মিছিল শেষে ভীমতলায় এক পথসভা অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নূরনবী মন্ডল, দুখিরাম দোলুই, ইলিয়াস চৌধূরী প্রমূখ তৃণমূল নেতা।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি