সোমালিয়া সংবাদ, আরামবাগ: আরামবাগের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটি বৈদ্যুতিক চুল্লি তৈরি করার রাজ্যে ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেস সে ব্যাপারে তৎপরতা শুরু করে। এরপর থেকেই এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন আরামবাগের তৎকালীন প্রধান স্বপন নন্দী। সোমবার আরামবাগ শহরের পাঁড়ের ঘাটের বৈদ্যুতিক চুল্লি উদ্বোধন হয়ে গেল। ভার্চুয়ালি এর উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আরামবাগ পুরসভার সভাকক্ষে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, পুরপ্রশাসক স্বপন নন্দী প্রমুখ। এই প্রকল্পের জন্য খরচ হয়েছে ২ কোটি ৬৫ লক্ষ টাকা। এছাড়াও এদিন আরও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হয়। উদ্বোধন করা প্রকল্পগুলির মধ্যে রয়েছে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০ কিমি দীর্ঘ ৫০ টি রাস্তা, ৩.৮২ কোটি টাকা ব্যয়ে ৮.৭৫০ কিমি দীর্ঘ পানীয় জলের পাইপ লাইন বসানো, ৯২.৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ১৬ টি গুচ্ছ শৌচাগার, ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ১ কিমি দীর্ঘ ১০ টি পাকা জল নিকাশি নালা, ৭.৬২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪৩ টি বিদ্যালয়ে সৌর বিদ্যুৎ সংযোগ, ১.৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩ কিমি দীর্ঘ ১৩ টি কবরস্থান ও ঈদগাহের প্রাচীর । এছাড়াও এদিন ৩০ কিমি দীর্ঘ ১০০টি পাকা রাস্তা, ২ কিমি দীর্ঘ ২২ টি পাকা জল নিকাশি নালা, ১.৫ কিমি দীর্ঘ ৩টি ভূগর্ভস্থ জল নিকাশি নালা এবং ২১ টি গুচ্ছ শৌচাগারের শিলান্যাস অনুষ্ঠিত হয়েছে। এদিন বৈদ্যুতিক চুল্লি প্রসঙ্গে পুরপ্রশাসক স্বপন নন্দী বলেন, তিন বছর আগে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল। মাত্র ছ’মাসের মধ্যেই সেই কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বিজেপি বারবার উন্নয়নে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এই প্রকল্পকে বন্ধ করার জন্য আদালতে মামলা পর্যন্ত করেছে। কিন্তু পুরসভার পক্ষ থেকে সমস্ত নিয়ম মেনেই এই প্রকল্প করা হয়েছে। স্বপনবাবু বলেন, ওরা সব সময়ই মামলা-মোকদ্দমা করে কাজে বাধা দেয়, আর তৃণমূল থাকে মানুষের উন্নয়নে
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি