সোমালিয়া ওয়েব নিউজ: আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির প্রার্থী হওয়ার আবেদন জানালেন এক ট্যাক্সিচালক। তবে শুধু বিধায়ক হওয়ার জন্য নয়, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার জন্যই প্রার্থী হতে চান। তাঁর সাফ কথা, একজন চা-ওয়ালা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে একজন ট্যাক্সিচালক কেন রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারবেন না? আর তাই তিনি সেই নিজের ইচ্ছার কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমিত শাহ সহ সর্বভারতীয় বিজেপি নেতৃত্বকে চিঠি লিখলেন। এই ঘটনায় বেশ সাড়া পড়ে গেছে প্রদেশ বিজেপি মহলে। ওই ট্যাক্সি চালকের নাম উত্তম মালি। বাড়ি কলকাতার জোড়াসাঁকো এলাকায়। সারাদিন তিনি হলুদ ট্যাক্সি নিয়ে কলকাতা শহর চষে বেড়ান। আর সেই উপার্জন দিয়ে নিজের ও পরিবারের দুবেলা-দুমুঠো খাবারের সংস্থান করেন। বাড়িতে বাবা-মা, স্ত্রী ছাড়াও রয়েছে দুই সন্তান। তবে উত্তম বিজেপির অন্ধ ভক্ত। বিজেপির যে কোন কর্মসূচিতে তিনি সুযোগ পেলেই হাজির থাকেন। তৃণমূলের স্বজনপোষণ ও দুর্নীতির বিরুদ্ধে তিনি একেবারে খড়্গহস্ত। তাঁর দাবি, তৃণমূলের ভুল নীতির জন্যই রাজ্যে এত বেকার আর অনুন্নয়ন। তৃণমূলের জন্যই সারাদেশে মধ্যে বাংলা পিছনের সারিতে চলে যাচ্ছে। তাই তিনি চান নির্বাচনে দাঁড়িয়ে জিতে মুখ্যমন্ত্রী হতে চান। তাঁর হাত ধরেই বাংলার উন্নয়ন ঘটাতে। উত্তম জানান, তৃণমূলের আমলে যেভাবে রাজনৈতিক হিংসা, অত্যাচার চলছে তাতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। তাই এই সরকারকে অবশ্যই বদলানোর প্রয়োজন। উত্তম জানান, রাজ্যের উন্নতির জন্য তিনি প্রধানমন্ত্রীসহ দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছেন। তিনি জানেন না শেষ পর্যন্ত তাঁর সেই আবেদন গ্রাহ্য হবে কিনা। তবে প্রার্থী না হলেও তাঁর কোন আক্ষেপ থাকবে না। তিনি বিজেপির হয়ে আগামী দিনে দেশের জন্য, মানুষের জন্য সেবা করে যাবেন। তবে তাঁর নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা পূরণ হবে কিনা সে ব্যাপারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে কোন প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। যদি সত্যিই উত্তমের আবেদনে সাড়া দিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে প্রার্থী করেন তাহলে তা হবে ভারতীয় রাজনীতির ইতিহাসে এক বিরল ঘটনা।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর