October 5, 2025

বিজেপি মেয়েদের সম্মান দিতে জানে না:‌ তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী পিয়া সেনগুপ্ত

সোমালিয়া সংবাদ, খানাকুল:‌ বিজেপি সব সময় মানুষে মানুষে ভেদাভেদের রাজনীতি করে চলেছে। ওরা মহিলাদেরকে সম্মান পর্যন্ত দিতে পারে না। সায়নী ঘোষ-দেবলীনারা সামান্য দুটো কথা বলেছে বলে তাদেরকে বিভিন্ন ভাবে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তাদেরকে ধর্ষণ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। বিজেপি নেতারা মহিলাদেরকে কোন রকম সম্মান করতে জানে না। খানাকুলের রাজহাটি রামমোহন মাঠে এক জনসভায়  একথা বলেন তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী পিয়া সেনগুপ্ত।তিনি বলেন, আমরা মা, আমরা মহিলা, আমরাই দুর্গা। আর আমাদের দুর্গা হলেন মমতা ব্যানার্জি। মেয়েরা যেমন খুন্তি হাতে রান্না করতে পারে তেমনি  প্রয়োজনে অন্যায়কে রুখতে ঝাঁটাও ধরতে পারে। আমরা দুর্বল নই, আমাদের পাশে আমাদের দুর্গা রয়েছেন। সেই দুর্গাকে সামনে নিয়ে আমরা লড়াই করব।  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রত্যেকটা উন্নয়ন সকলেই জানেন। তা আর নতুন করে বলে দিতে হবে না। ৬৪টি প্রকল্প প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গেছে। কোন না কোনভাবে মানুষ তার উপকার পাচ্ছে। মমতা ব্যানার্জি একজন মানুষ। তিনি ভগবান নন। কিন্তু তিনি ভগবানের রূপ নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন। আমাদের জন্য কাজ করার জন্য ৩৬৫ দিন না ঘুমিয়ে না খেয়ে দেয়ে বাংলার মানুষের জন্য একা লড়ে যাচ্ছেন। তাই প্রত্যেককে বলব, আমার মা-বোনেদের বলব, আপনারা যেভাবেই হোক এই মমতা ব্যানার্জির হাত শক্ত করুন এবং ২০২১-এ তাঁকে পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে দেখার জন্য এগিয়ে আসুন। এছাড়া সাংবাদিক সম্মেলনে পিয়া সেনগুপ্ত বলেন, যেভাবে কেন্দ্রীয় সরকার প্রতিনিয়ত  পেট্রোল- ডিজেল ও গ্যাসের দাম বাড়িয়ে চলেছে তা কখনোই মেনে নেওয়া যায় না। সাধারণ মানুষ চরম সমস্যায় পড়ছেন। কারণেই এসবের দাম বাড়ানোয় অন্যান্য জিনিসপত্রের দামও বেড়ে যায়। মধ্যবিত্ত মানুষ কিভাবে চলবে। ওরা শুধুমাত্র মিথ্যের উপরে রাজনীতি করে চলেছে। তাই বাংলার মানুষ কখনও বিজেপিকে মেনে নেবে না। এদিন এই সভায় স্থানীয় এক বিজেপি নেতা সহ প্রায় ১৫০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন। তাঁদের সকলেরই বাড়ি খানাকুল দু’নম্বর ব্লকের পলাশপাই-১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী পিয়া সেনগুপ্ত। তৃণমূলে যোগদান করার পর বিজেপির সাবলসিংহপুর এলাকার বুথ সভাপতি লক্ষীনারায়ন মাইতি বলেন, যে সমস্ত নেতানেত্রী তৃণমূলে দুর্নীতি করেছিল তাদেরকেই বিজেপি স্থান দিচ্ছে। বিজেপি এখন চোর-জোচ্চোরের দলে পরিণত হয়েছে। এখানে আর কেউ ভাল মানুষ থাকতে পারে না। আমি দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলাম। তাই বাধ্য হয়ে দল ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। উল্লেখ্য, হুগলি জেলা তৃণমূলের সম্পাদক মুন্সি নজিবুল করিমের উদ্যোগে এদিন এই মাঠে এক সরস্বতী পুজোর আয়োজন করা হয়। এই পুজোর ফিতা কেটে উদ্বোধন করেন পিয়া সেনগুপ্ত। 

Loading