সোমালিয়া ওয়েব নিউজ: বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীর বাড়িতে দিয়ে দেখা করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আর এই ঘটনাকে ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল। যদিও মিঠুন চক্রবর্তী স্বয়ং জানিয়েছেন, এই দেখা করার বিষয়টি সম্পূর্ণ আধ্যাত্বিক ব্যাপারে। কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে তাঁদের এই সাক্ষাৎ প্রতিটি রাজনৈতিক দলের কাছেই যথেষ্ট গুরুত্ব পেয়েছে। মঙ্গলবার মিঠুনের বাড়িতে গিয়ে কথা বলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত। তবে এবারের এই সাক্ষাৎ তাঁদের প্রথম সাক্ষাৎ নয়। এর আগেও ২০১৯ সালের অক্টোবর মাসে লখনৌয়ে আরএসএস ক্যাম্পে গিয়ে দেখা করেছিলেন মিঠুন চক্রবর্তী। তখনও বিষয়টি নিয়ে সোরগোল পড়ে গিয়েছিল। উল্লেখ্য, তৃণমূলের রাজ্যে ক্ষমতায় আসার সময় মিঠুন চক্রবর্তী তৃণমূলে যোগদান করেছিলেন। এমনকি রাজ্যের বিভিন্ন এলাকায় তাঁকে প্রচার করতেও দেখা গিয়েছিল। তৃণমূলের হয়ে খানাকুলও তিনি প্রচার এসেছিলেন। পরে তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। কিন্তু এরপরই চিটফান্ড কাণ্ডের সঙ্গে তাঁর নাম জড়িয়ে পড়ে। তাঁর ভাবমূর্তিতে আঘাত লাগে। তাই তিনি তড়িঘড়ি সাংসদ পদ ছেড়ে দিয়ে রাজনীতি থেকে স্বেচ্ছা অবসর গ্রহণ করেন। তারপর তাঁকে আর রাজনীতির ময়দানে দেখা যায়নি। যদিও কয়েকবার টিভির কয়েকটি রিয়েলিটি শোতে তাঁকে দেখা গিয়েছিল। বড়পর্দাতেও তাঁর তেমন কোন উল্লেখযোগ্য ভূমিকা চোখে পড়েনি। দীর্ঘদিন অন্তরালে থাকার পর আবার তিনি খবরের শিরোনামে। রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে কি আরএসএস প্রধান মিঠুন চক্রবর্তীকে বিজেপিতে যোগদানের প্রস্তাব দিয়েছেন? আরএসএসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। মিঠুন চক্রবর্তীও বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন। কিন্তু এ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এই সাক্ষাৎ যে যথেষ্ট গুরুত্ব পেয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগদান করবেন কিনা তা একমাত্র আগামী দিনেই বলা যেতে পারে।
![]()

More Stories
‘ইতিহাস বইয়ে আকবর-ঔরঙ্গজেব, দেশের আসল নায়করাই ব্রাত্য’, সিলেবাস বদলের দাবি অক্ষয়ের?
বঙ্গোপসাগরের আকাশে ১৪,০০০ কিমি নো–ফ্লাই জোন ঘোষণায় ভারতের নিরাপত্তা কৌশলে নতুন অধ্যায়
বিহারে মাতৃদুগ্ধে ইউরেনিয়াম—চমকে দিল গবেষণাবিশেষজ্ঞদের সতর্কতা: দূষণ পৌঁছে গেছে বিপজ্জনক পর্যায়ে