October 6, 2025

বোমা বাঁধতে গিয়ে জখম ৩, উড়ে গেল বাড়ি

সোমালিয়া সংবাদ, পুরশুড়া: বোমা বাঁধতে গিয়ে বোমার বিস্ফোরণে জখম হলেন তিনজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পুরশুড়ার সুঁঁদরুশ গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যা সাতটা নাগাদ হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয় মানুষ সেখানে ছুটে যান। তাঁরা দেখেন, একটি পুকুর পাড়ে পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে আছে এক ব্যক্তি। এছাড়া ওই ব্যক্তি জানায়, আরও দু’জন সঙ্গে ছিল। তারা নাকি ঘটনার পরে চম্পট দিয়েছে। গুরুতর জখম ওই ব্যক্তির নাম তপন ব্যানার্জি। বাড়ি সিঙ্গুরে। এরপর দ্রুত সেখানে ছুটে যায় পুরশুড়া থানার পুলিশ। জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে শ্রীরামপুর   স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ জানিয়েছে, কি কারনে বোমা বাঁধা হচ্ছিল তা নিয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।  এদিকে বিধানসভা নির্বাচনের আগে বোমা বাঁধার ঘটনায় আশঙ্কার মেঘ দেখছেন এলাকার মানুষ। তাঁদের ধারণা, নির্বাচনে নিজেদের আধিপত্য বজায় রাখতেই বিভিন্ন রাজনৈতিক দল মাঝে মাঝে বোমাবাজির আশ্রয় নেয়। হয়তো সেই জন্যই বোমা বাঁধার কাজ চলছিল। তবে কোন্ রাজনৈতিক দলের পক্ষ থেকে এই বোমা বাঁধা হচ্ছিল বা আদৌ কোন রাজনৈতিক দলের কিনা তা অবশ্য জানা যায়নি।

Loading