October 6, 2025

পানীয় জলের দাবিতে হাঁড়ি বালতি রাস্তায় রেখে পথ অবরোধ গ্রামবাসীদের

সোমালিয়া সংবাদ, আরামবাগ: নিয়মিত পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের মানুষ  ঘটনাটি ঘটেছে আরামবাগের আরণ্ডি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তিলকচক গ্রামে। ঘটনাস্থলে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।   স্থানীয় ও পিএইচই দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩ মাস আগে ওই গ্রামে পিএইচই দপ্তরের পক্ষ থেকে বাড়িতে বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ করার কাজ শুরু হয়। প্রথমের দিকে ঠিকঠাকভাবে জল সরবরাহ করা হলেও কিছুদিন পর থেকেই জল সরবরাহ করার ক্ষেত্রে অনিয়মিত লক্ষ্য করা যায়। প্রতিদিন সকাল ৬ টার সময় জল দেওয়ার কথা থাকলেও এদিন সকাল ৭ টা পেরিয়ে গেলেও পাইপ লাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হয়নি বলে অভিযোগ। এর ফলে গ্রামবাসীরা পানীয় জল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা কাবলে- তিলকচক রাস্তার তিলকচক প্রাইমারি স্কুলের সামনে রাস্তায় বাঁশ ফেলে হাড়ি, বালতি নিয়ে পথ অবরোধে বসে পড়েন। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা প্রশান্ত বন্দ্যোপাধ্যায় বলেন, পিএইচই দফতরের পক্ষ থেকে পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ ঠিকঠাক ভাবে করা হয় না। এদিন সরস্বতী পুজোর জন্য গ্রামের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা সকালে জল না দেয়ায় স্নান করতে পারিনি। তাই নিয়মিতভাবে পানীয় জল সরবরাহ করার দাবিতে আমরা বিক্ষোভ করতে বাধ্য হয়েছিলাম। প্রশাসনের তরফ থেকে আমাদের এই সমস্যা মিটিয়ে দেওয়ার কথা দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আরামবাগ পিএইচই দপ্তরের এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শোভন বিশ্বাস বলেন, ঘটনার কথা শুনেছি। আপাতত যাতে  ঠিকঠাক ভাবে পানীয় জল সরবরাহ করা যায় তার ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছি। 

Loading