সোমালিয়া ওয়েব নিউজ: ডেস্টিনেশন চাঁদ আর খুব বেশি দূরে নয়। আর ১৬-১৭ দিনের অপেক্ষা মাত্র ইতিহাস তৈরি হওয়ার। প্রতিদিন, প্রতি মুহূর্তে চন্দ্রযান-৩-এর ছোটখাটো আপডেটের দিকেও চোখ রয়েছে দেশবাসীর। কথা মতো ৬ অগাস্ট রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে বড় আপডেট দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। চাঁদের পৃষ্ঠের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল চন্দ্রযান-৩।ইসরোর তরফে টুইটে জানানো হয়েছে, মহাকাশযানটি সফলভাবে একটি পরিকল্পিত ‘কক্ষপথ হ্রাস কৌশলের’ মধ্য দিয়ে অবতীর্ণ হয়েছে।ইঞ্জিনগুলির ‘রেট্রোফায়ারিং’ এটিকে চাঁদের পৃষ্ঠের কাছাকাছি নিয়ে গিয়েছে। বর্তমানে চাঁদের কক্ষপথে এটির অবস্থান ১৭০ কিলোমিটার X ৪৩১৩ কিলোমিটার।শনিবার সন্ধ্যায় চাঁদের কক্ষপথে পা রাখে চন্দ্রযান-৩। উৎক্ষেপণের ২২ দিন পর চাঁদের আকর্ষণবলের অধীনে প্রবেশ করেছে মহাকাশযানটি। ইতিমধ্যেই চন্দ্রদর্শন করে ফেলেছে সে। চাঁদের কক্ষপথে ঢোকার পর এই প্রথম ছবি পাঠিয়েছে। চাঁদের গা-ঘেঁষে থাকা অবস্থায় সেই ছবি পাঠিয়েছে ইসরোর মহাকাশযান। রবিবারে সেই ছবি টুইট করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।ভিডিয়োতে দেখা গিয়েছে, অন্ধকার চারপাশ। তারই মাঝে ধূসর রঙের গোলক। চন্দ্রপৃষ্ঠের এবড়োখেবড়ো অংশ ভিডিয়োতে ধরা পড়েছে। ক্রমশই বড় হচ্ছে চাঁদের আকার।শনিবার উৎক্ষেপণের ২২ দিন পর চাঁদের আকর্ষণবলের অধীনে প্রবেশ করে মহাকাশযানটি। চাঁদের পিঠ ছোঁয়ার আগে বেশ কয়েকটি কঠিন পরীক্ষা সামনে রয়েছে চন্দ্রযান-৩-এর।চাঁদের কক্ষপথে সফল ভাবে চন্দ্রযান-৩-কে পৌঁছে দেওয়ার পর একটি বিবৃতি জারি করা হয় ইসরোর তরফে। সেখানে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা ৭টা ১২ মিনিট নাগাদ মহাকাশযানটিকে চাঁদের কক্ষপথে প্রবেশ করানোর প্রক্রিয়া শুরু হয়। মোট ১৮৩৫ সেকেন্ডের চেষ্টায় তা সফল ভাবে সম্পাদিত হয়েছে।
More Stories
আলকুশি
শিশুর বিকাশে সংগীত শিক্ষা অপরিহার্য: গবেষণা জানাচ্ছে নতুন দিগন্তের কথা
চাঁদের পূর্ণগ্রহণ আজ : আকাশজুড়ে ‘রক্তচাঁদ’-এর বিরল দৃশ্য