সোমালিয়া ওয়েব নিউজ: যেকোনও খাবারে পুষ্টিগুণ খাবারের প্যাকেটেই লেখা থাকে। এমনকী পুষ্টিগুণ পরীক্ষা করতে খাদ্যদফতরও নানাবিধ তদারকিও করে। কিন্তু তাই বলে ঝাড়ুতেও পুষ্টি! সম্প্রতি সোশাল মিডিয়ায় যে ছবি প্রকাশিত হয়েছে, সেখানে এমনটাই দেখা যাচ্ছে। একটি ক্যালোরি চার্ট সহ সম্পূর্ণ একটি ঝাড়ুর ছবি এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।
ঝাড়ু বা ঝাঁটা একটি অপরিহার্য পরিষ্কার সরঞ্জাম প্রতিটি বাড়িতে পাওয়া যায়। বিভিন্ন আকার হয়ে থাকে। ঘর থেকে ময়লা দূর করার জন্য এর থেকে ভাল আর কিছু হয় না। ভাইরাল ফটোগ্রাফে দেখা যায় এই বিশেষ ঝাড়ু-স্টিকটি কেবল পরিচ্ছন্নতার পরিষেবার চেয়ে আরও বেশি কিছু পরিষেবা দিচ্ছে, এমনটাই বলা হচ্ছে। একটি সাধারণ দোকানের বাইরে রাখা ঝাড়ুতে অয়েছে ক্যালোরি চার্ট সহ সুন্দর প্যাকেট। সেখানে বলা হচ্ছে, প্রতিটি ঝাড়ুতে রয়েছে ১৫০ ক্যালোরি। শুধু তাই নয়, চর্বি থেকে কোলেস্টেরল এবং প্রোটিন পর্যন্ত সমস্ত কিছুর হিসেব সেখানে রয়েছে। এমন ছবি দেখে স্বাভাবিকভাবে বিস্মিত হয়েছে সকলেই।
এক ট্যুইটার ইউজার লিখেছেন, “ঝাড়ুতে একটি ক্যালোরি চার্ট রয়েছে যদি আপনি এটি খাবার হিসেবে ব্যবহার করতে চান।” এই মজার মন্তব্যটি নেটিজেনদের মধ্যে উচ্ছ্বাস বাড়িয়ে দিয়েছে অনেকটাই।
More Stories
হলুদ অপরাজিতা
মঙ্গল গ্রহে বরফ
ছিঃ ছিঃ রে ননী ছিঃ