October 6, 2025

সাড়ে তিনশো টাকার ছবি কিনে রাতারাতি কোটিপতি মহিলা

সোমালিয়া ওয়েব নিউজ : এক মহিলা রাতারাতি কোটিপতি হয়ে গেলেন। খরচ করতে হয়েছিল সাড়ে তিনশো টাকারও কম। সেই প্রায় সাড়ে তিনশো টাকার ছবি বদলে দিল তাঁর ভাগ্য।তাঁর ঘরের দেওয়ালে ভাল লাগবে ভেবে একটি ছবি কিনতে গিয়েছিলেন তিনি। গিয়েছিলেন তাঁরই বাড়ির কাছের একটি কম খরচে নানা জিনিস পাওয়া যায় এমন দোকানে। সেখান থেকে একটি পেন্টিং কিনে আনেন। দেওয়ালে সাজিয়েও রাখেন। দেওয়ালে পেন্টিংটি ভাল লাগছিল বলে তিনি তার ছবি তুলে ফেসবুকেও দেন।আর এই ফেসবুকে দেওয়ার পরই তিনি কোনওভাবে জানতে পারেন যে পেন্টিংটি তিনি ৪ ডলার বা ভারতীয় মুদ্রায় সাড়ে তিনশো টাকারও কম দাম দিয়ে কিনে এনেছেন তা এক অমূল্য সম্পদ।বিখ্যাত চিত্রকর এন সি ওয়াইয়েথ-এর আঁকা ওই ছবিটির মূল্য অনেক। এটা জানার পর আর তা দেওয়ালে ঝুলিয়ে না রেখে নামিয়ে নেন ওই মহিলা। একটি মিউজিয়ামের সঙ্গে যোগাযোগও করেন।এভাবে যে রাতারাতি কোটিপতি হিয়ে যাবেন তিনি তা ওই মহিলা ভাবতেও পারেননি। আমেরিকার নিউ হ্যাম্পশায়ার-এর বাসিন্দা ওই মহিলা যেভাবে কোটিপতি হয়ে গেলেন সে ঘটনা সর্বত্র ছড়িয়ে পড়তে সময় নেয়নি।বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়। এন সি ওয়াইয়েথ-এর আঁকা এই বহুমূল্য পেন্টিংটি ওই কমদামী জিনিসের দোকানে কীভাবে পৌঁছে গেল সেটা অবশ্য এখনও অজানা। এটা পরিস্কার যে সেটা দোকানে অত্যন্ত হেলায় এসে হাজির হয়েছিল। তবেই বিক্রেতা সেটির মূল্য বুঝতে না পেরে মাত্র ৪ ডলারে বিক্রি করেছিলেন।

Loading